ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কথোপকথন

গান নয় স্লোগান ॥ আসাদুজ্জামান রনি

প্রকাশিত: ০৪:২৩, ২৪ মার্চ ২০১৮

গান নয় স্লোগান ॥ আসাদুজ্জামান রনি

আসাদুজ্জামান রনি। তরুণ গীতিকবি ও লেখক। পেশায় শিক্ষক হলেও শখের বসে গানও করেন। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘গান নয় স্লোগান’ শিরোনামে ইউটিউবে মুক্তি পায় তার গাওয়া ‘বিদ্বেষী’ গান। শহীদ মিনারের প্রতি দিবসভিত্তিক শ্রদ্ধা কালচারের প্রতিবাদমুখর সেøাগান। সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়ায়। আলোচনায় আসেন রনি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কণ্ঠেও এই সেøাগান গতি পায়, সেøাগানে একাত্ম হয় সব শ্রেণী-পেশার মানুষ। গান-স্লোগান আর শহীদ মিনার নিয়ে ভাবনার নানা দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন আসাদুজ্জামান রনি। সাম্প্রতিক সময়ে গান ও বিভিন্ন ভাবনা নিয়ে তার সঙ্গে কথা হয়। ‘বিদ্বেষী’ শীর্ষক ‘গান নয় স্লোগান ভাইরাল হলো, এর সৃষ্টি হলো কিভাবে? আসাদুজ্জামান রনি : অন্যায়ের কথা শুনতে শুনতে আমিও প্রতিবাদী হয়ে উঠছি। সেই প্রতিবাদের জায়গা থেকে আমার একটা কবিতার জন্ম হয়। সেখান থেকেই এই সেøাগান। শহীদ মিনার তো নিজে কথা বলতে পারে না, আমি শহীদ মিনারের পক্ষে কথা বলেছি। এটাকে গান বলছেন না কেন? আসাদুজ্জামান রনি : আমি গানের মানুষ নই, গানের সঙ্গে সম্পৃক্ত যারা তাদের সম্মান দিয়ে বলছি এটা গান নয়, স্লোগান। গণসঙ্গীতও বলতে পারছি না। কারণ গণসঙ্গীতের যে আবেদন, মানুষকে কানেক্ট করা, ‘বিদ্বেষী’ সেটা খুব একটা পারেনি। সে জন্য বিনয়ের সঙ্গে এটাকে বলছি স্লোগান, মিছিলের ভাষা, গণমানুষের ভাষা। এই কথা মানুষ যে এত পছন্দ করবে, ভেবেছিলেন? আসাদুজ্জামান রনি : সত্যিই ভাবিনি। অধিকাংশ শিল্প-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এত এত মানুষের সমর্থন যে পাব, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এত যে তোলপাড়; আমাকে কৃতজ্ঞ করেছে, আপ্লুত করেছে, আবেগী ও সাহসী করে তুলেছে । যে মাটির ওপর আমি দাঁড়িয়ে, সে মাটিও আমাকে সাহস দিচ্ছে এখন। একুশ ছাড়া বাকি সময় শহীদ মিনার অসহায় থাকে। এই ভাবনা আপনাকে কতটা তাড়িত করেছে? আসাদুজ্জামান রনি : সাহসীও চাই যে, প্রত্যেকটা দিন একুশের মতোই সুরক্ষিত থাকুক আমাদের শহীদ মিনার। প্রশাসন চাইলেই সেটা করতে পারে। যারা শহীদ মিনার বিদ্বেষী, যারা বিভিন্নভাবে শহীদ মিনারকে অবমাননা করে, ভাষাকে বিকৃত করে, অপব্যবহার করে; তাদের ভিতর অপরাধবোধ না জাগা পর্যন্ত এবং বৃহৎ অর্থে গণমানুষকে সচেতন করার জন্যই এমন স্লোগান আমি ধরতেই থাকব। একজন বিপ্লবীর ভক্ত থাকার সুযোগ নেই। তারা সহযোদ্ধা আমার। আমি অন্যায়ের বদলা নিতে চাই। বিপ্লবীদের একটা গ্রুপ মনে করে ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’। আরেকটা গ্রুপ মনে করে ‘দেশপ্রেমিক’, ‘বিপ্লবের মহানায়ক’। আমিও ওই ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’ হয়ে শহীদ মিনার পাহারা দিতে চাই, সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে এই দেশটাকে পাহারা দিতে চাই। আমি খুব বেশি কৃতজ্ঞ গণমাধ্যমের প্রতি, গণমাধ্যমকর্মীদের প্রতি। তারা আমার সহোদর, সহযোদ্ধা। এই যে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছে ‘বিদ্বেষী’, বিভিন্নভাবে; তা সম্ভব হয়েছে গণমাধ্যমের কল্যাণেই। গণমাধ্যম বরাবরই ভাল কাজের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে বিশ্বাস করি। আপনার ভবিষ্যত পরিকল্পনা কী? আসাদুজ্জামান রনি : ‘বিদ্বেষী’ নিয়ে তো ছুটতে হচ্ছেই, পাশাপাশি সারাবিশ্বের মানুষের কাছে বাংলাদেশের আবেদন ছড়িয়ে দিতে কাজ করছি ইংরেজী ভাষায় করা দেশের গান নিয়ে। সারাবশ্বিকে আমি গানে গানে, চিৎকার দিয়ে জানাতে চাই, আমার মায়ের নাম বাংলাদেশ। -সাজু আহমেদ
×