ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সৈকতে ১৩৫টি পাইলট তিমির মৃত্যু

প্রকাশিত: ০৪:১৪, ২৪ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ার সৈকতে  ১৩৫টি পাইলট  তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার হ্যামিলিন সৈকতে শুক্রবার অন্তত ১৩৫টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের জলজ উদ্ভিদ মরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারীরা জীবিত তিমিগুলোকে সমুদ্রে আবার ফিরিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এএফপি। পার্থ থেকে ৩৫০ কিলোমিটারের (১৯৫ মাইল) মতো দূরে অবস্থিত হ্যামেলিন সৈকতে ১৫০টি তিমি ভেসে ওঠে। দিনের শেষে জেলেরা তিমিগুলোকে দেখতে পায়। তারা এখন সেখানে হাঙ্গরের হামলার আশঙ্কা করছে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্কস রাজ্য ও ওয়াইল্ডলাইফ সার্ভিস জানায়, তাদের কর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন। তারা সেখানে ১৫টি তিমিকে জীবিত পেয়েছেন। ঘটনাস্থলের নিয়ন্ত্রক জেরেমি চিক জানান, অধিকাংশ তিমিই সারারাত ধরে শুকনো মাটিতে পড়েছিল। যে কারণে তারা আর বাঁচতে পারেনি।
×