ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা কট্টরপন্থী জন বোল্টন

প্রকাশিত: ০৪:১৪, ২৪ মার্চ ২০১৮

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা কট্টরপন্থী জন বোল্টন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন বোল্টনকে (৬৯) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। বিষয়টি এশিয়ার দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। ট্রাম্প টুইটারে এইচআর. ম্যাকমাস্টারের জায়গায় জন বোল্টনকে নিয়োগ দেন। বিবিসি, ফক্স নিউজ ও ওয়েবসাইট। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিরক্ষা কমিটির প্রধান ও রক্ষণশীল পার্লামেন্ট সদস্য কিম হ্যাক ইয়ং বলেন, এটি একটি উদ্বেগজনক খবর। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে। তবে এই খবরটি উদ্বেগ সৃষ্টি করবে আদৌ আলোচনা হবে কিনা তা নিয়ে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের পরিকল্পিত বৈঠককে বোল্টন কূটনৈতিক আঘাত ও অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি একে সামরিক পদক্ষেপ নেয়ার জন্য হুমকি দেয়ার একটি সুযোগ বলেও অভিহিত করেছেন। বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের চীন-মার্কিন সম্পর্ক বিশেষজ্ঞ শি ইন হংয়ের মতে তার নিয়োগের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে নজরদারির সম্ভাবনা আরও কমবে। রেক্স টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সপ্তাহ খানেকের মধ্যে ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে এ পরিবর্তন আনলেন।
×