ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে দৈহিক সম্পর্ক, মেলানিয়ার কাছে সাবেক প্লেবয় মডেলের ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৪:১৩, ২৪ মার্চ ২০১৮

 ট্রাম্পের সঙ্গে দৈহিক সম্পর্ক, মেলানিয়ার কাছে সাবেক প্লেবয় মডেলের ক্ষমা প্রার্থনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেছেন সাবেক প্লেবয় প্লেমেট তারকা বানি কারেন ম্যাকডাওগাল। বৃহস্পপতিবার রাতে সিএনএনকে এক সাক্ষাতকারে তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রায় ১০ মাস যাবত সম্পর্ক ছিল। তিনি এ জন্য ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন। সিএনএন। ম্যাকডাওগাল এ সময় তিনি বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেন। একপর্যায়ে দুচোখের অশ্রু সামলানোর চেষ্টা করতে করতে সিএনএনের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের জন্য তার স্ত্রী মেলানিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ম্যাকডাওগাল। এ সময় তিনি বলেন, আমার সঙ্গে কেউ এমন করুক তা আমি অবশ্যই চাইব না। ক্ষমা চাওয়ার কারণ হিসেবে বলেন, মেলানিয়ার একমাত্র সন্তান ব্যারন ভূমিষ্ট হওয়ার একমাস আগে ম্যাকডাওগাল তার স্বামী ট্রাম্পের সঙ্গে বিছানায় গিয়েছিলেন। দশমাস ধরে চলা সে সম্পর্কের জন্য বর্তমানে অনুশোচনায় পুড়ছেন বানি। এ জন্য মেলানিয়ার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিইবা তার করার আছে বলে মন্তব্য করেন ম্যাকডাওগাল। সাক্ষাতকারে ম্যাকডাওগাল দাবি করেন, ২০০৬ সালে প্লেবয় ম্যানশনে এনবিসি সেলিব্রিটি এ্যাপ্রেন্টিসের চিত্রায়নের সময় ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। জীবনের প্রথম টেলিভিশন সাক্ষাতকারে সিএনএন-এর এ্যান্ডারসন কুপারকে ওই ১০ মাসের সম্পর্ক চলার সময় ট্রাম্পের প্রতি তার আবেগ তৈরি হয়েছিল বলে জানান ম্যাকডাওগাল। বর্তমানে ৪৬ বছর বয়সী ম্যাকডাওগাল বলেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের প্রথমদিনই শারীরিকভাবে মিলিত হয়েছিলেন তারা। এরপর বাড়ি ফিরে যাওয়ার সময় ট্রাম্প তাকে অর্থ দিতে চাইলে তার কান্না পেয়েছিল। পরবর্তী সময়ে ট্রাম্প এবং ম্যাকডাওগাল বেশকিছু হোটেল ও গলফ কোর্সে মিলিত হয়েছিলেন। প্রতিমাসে অন্তত পাঁচবার মিলিত হতেন ট্রাম্প এবং ম্যাকডাওগাল। তিনি বলেন, ট্রাম্প তাকে তার নিজের এপার্টমেন্ট নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারেও আমন্ত্রণ জানিয়েছিলেন।
×