ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে রাজ্যসভার ৫৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১২, ২৪ মার্চ ২০১৮

ভারতে রাজ্যসভার  ৫৯ আসনে  নির্বাচন অনুষ্ঠিত

ভারতে শুক্রবার আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার ৫৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গসহ ১৬টি রাজ্যে আসনগুলো বিস্তৃত। পর্যায়ক্রমে এসব আসন শূন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৭ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। উচ্চকক্ষ রাজ্যসভার আসন ২৫০, নিম্নকক্ষ লোকসভার আসন ৫৪৩।- এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া শুক্রবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের আসন ছিল পাঁচটি, প্রার্থী ছয়জন। ভোট দেন বিধানসভার ২৯৩ জন বিধায়ক। চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় মোটামুটি নিশ্চিত। একটি আসনে সিপিএম একজন প্রার্থী দেয়ায় সেখানে নির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। এই আসনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিংভিকে প্রার্থী করায় তার জয়ও প্রায় নিশ্চিত। এ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর তাদের এক সমীক্ষা প্রতিবেদনে বলেছে, এবার রাজ্যসভার নির্বাচনে অংশগ্রহণকারী ৬৪ জন প্রার্থীর ৮৭ শতাংশই কোটিপতি। প্রার্থী সংখ্যা ৫৫। কোটিপতি প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কংগ্রেসের। এরপর বিজেপির। এডিআরের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে রয়েছে অপহরণ, খুনের চেষ্টা ও ডাকাতির মামলা। ৭ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আর ৫৫ জনের যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর। ক্ষমতাসীন দল বিজেপি আশা করছে তারা ১৬ টির মধ্যে ১১ রাজ্যে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে।
×