ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরি রেহমান পাকিস্তানের সিনেটে বিরোধী নেত্রী নির্বাচিত

প্রকাশিত: ০৪:১২, ২৪ মার্চ ২০১৮

 শেরি রেহমান  পাকিস্তানের  সিনেটে বিরোধী নেত্রী নির্বাচিত

পাকিস্তানের সিনেটে বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সিনেটর শেরি রেহমান জানান, বিরোধী নেত্রী পদে তার জয় বেনজির ভুট্টোরই জয়। তিনি (বেনজির ভুট্টো) নারীর ক্ষমতায়ন চাইতেন। দ্য নেশন। সিনেটর শেরি রেহমানকে সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি বিরোধী দলীয় নেত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলওয়াল ভুট্টো তাকে এক সপ্তাহ আগে ওই পদে মনোনয়ন দেন। তিনি সিনেটে বিরোধী দলের নেতৃত্ব দেয়া দ্বিতীয় নারী। ন্যাশনাল এ্যাসেম্বলিতে বেনজির ভুট্টো হচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রথম নারী বিরোধী দলীয় নেত্রী। এর আগে পিপিপি কৃষ্ণা কুমারি কোহলিকে প্রথম হিন্দু দলিত সিনেটর নির্বাচিত করে। পিপিপিই প্রথম বিলওয়াল ভুট্টোর মা বেনজির ভুট্টোকে ১৯৮৮ সালে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে। পরে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আরও একবার প্রধানমন্ত্রী হন। ২০০৭ সালে তিনি নিহত হন। নির্বাচনে জয়ী হওয়ার পর শেরি বলেন, এই বিজয় বেনজির ভুট্টোর স্বপ্নের বিজয়। তিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন। তিনি আরও বলেন, ধন্যবাদ জানাচ্ছি আমার দলের নেতৃত্বকে, চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, আসিফ আলি জারদারি ও বিরোধী দলকে যারা আমার প্রতি আত্মবিশ্বাস রেখেছেন।
×