ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতিও নেয়া হচ্ছে

আসন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় ইসি

প্রকাশিত: ০৪:০৯, ২৪ মার্চ ২০১৮

 আসন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় ইসি

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায় কিনা তা নিয়ে আবারও চিন্তাভাবনা করছে ইসি। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়া হলেও একাদশ জাতীয় নির্বাচনেই ইভিএম ব্যবহার পজিটিভ হিসেবে দেখা হচ্ছে। তার আগে এই যন্ত্রটি ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে চায় তারা। এজন্য আগামী পাঁচ সিটিসহ অন্য যেসব স্থানীয় সরকার পরিষদ নির্বাচন রয়েছে সেখানে ব্যাপকভাবে ইভিএম ব্যবহার করতে চায়। এই যাত্রায় সফল হলেই জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হতে পারে বলে মত দিয়েছে ইসি। কমিশনের পক্ষ থেকে সে ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানা গেছে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম ব্যবহার নিয়ে দ্বিমত রয়েছে দীর্ঘদিন ধরেই। বিশেষ করে বিএনপি শুরু থেকে ইভিএম ব্যবহারের ঘোরবিরোধী। এর মাধ্যমে ব্যাপক কারচুপির আশঙ্কা রয়েছে এমন মতামত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসিকে জানিয়ে দেয়া হয়েছে। অপর দিকে আওয়ামী লীগ প্রথম থেকে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে। গত বছর আগস্টের রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে ইভিএমের পক্ষে মতামত দেয়া হয়। অন্যান্য রাজনৈতিক দলও ইভিএম ব্যবহারের পক্ষে-বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে ইসির কাছে। তবে গত বছর জুলাই মাসে যখন ইসির পক্ষ থেকে আগামী একাদশ জাতীয নির্বাচনে রোডম্যাপ প্রকাশ করা হয় সেখানে ইভিএমের বিষয়টি উল্লেখ ছিল না। তবে সিইসি সাংবাদিকদের কাছে বলেন, রোডম্যাপে না থাকলেও রাজনৈতিক দলগুলো চাইলে ইভিএম ব্যবহারে কমিশন প্রস্তুত রয়েছে। এছাড়া আরপিওতে ধারা সংশোধন করে ইভিএম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ইসির পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছে এবার ব্যবহার করা সম্ভব না হলেও আগামীতে যাতে ইভিএম ব্যবহার করা যায় সে উদ্দেশ্য নিয়েই আরপিওতে ইভিএম ব্যবহারের বিষয়টি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে জানা গেছে, গত সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে ইভিএম ব্যবহারের বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হয়েছে। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন ভোটারদের আস্থা অর্জন করতে পারলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যেতে পারে। কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, কমিশন সভায় ইভিএম ব্যবহার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে এগুলো (ইভিএম) ব্যবহার করা হবে। এই ব্যবহারের ফলে যদি দেখা যায় ভোটারদের মধ্যে আস্থা অর্জন হয়েছে তাহলে এটা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যেতে পারে। তবে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা তা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তবে জানা গেছে, কমিশনের ওই বৈঠকে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এসব নির্বাচনে ইভিএমের ব্যবহার করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ইভিএম ব্যবহারে কি কি সমস্যা হতে পারে, ওই সমস্যার সমাধান কি হবে সে প্রসঙ্গও আলোচনায় উঠে এসেছে। জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) শাহাদাৎ হোসেন ও এনআইডি মহাপরিচালক সাইদুল ইসলাম নির্বাচনে প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গ তুলে ইভিএম কেনার প্রসঙ্গ তোলেন। প্রধান নির্বাচন কমিশনার এই মুহূর্তে নতুন ইভিএম কেনার সঙ্গে দ্বিমত পোষণ করেন। পরে পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার জোরদার করার সিদ্ধান্ত হয়। এতে বলা হয়, ইভিএমে জনগণের আস্থা এলে তারা জাতীয় সংসদ নির্বাচনে এর প্রয়োগ করা যেতে পারে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×