ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭০ সালের মতো ২০১৮ নির্বাচন গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০২:২২, ২৩ মার্চ ২০১৮

৭০ সালের মতো ২০১৮  নির্বাচন  গুরুত্বপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করে এ দেশের জনগন তাদের ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন ২০১৮ সালের বিজয়ের মাস ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন ১৯৭০ সালের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনা করবে, নাকি পাকিস্তানের প্রেতাত্বারা দেশ শাসন করবে, ঘাতকদের দেশ থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে তার প্রমান হবে এবং তা জনগনকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। জনসভায় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে স্বাস্থ্যন্ত্রী মোহাম্মদ নাসিম দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেছেন রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসাসহ অবকাঠামোগত সকল উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নৌকার মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যাকে নৌকা প্রতীক বরাদ্ধ দেবেন, তার জন্যই গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার জন্য ভোট চাইতে হবে। তিনি শুক্রবার আওয়ামীলীগের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত পৃথক দু’টি জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। সকাল ১১ টায় অনুষ্ঠিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন তানভীর ইমাম এমপি। বিকেল তিনটায় শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন হাসিবুর রহমান স্বপন এমপি। পৃথক দুটি জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী মেরিনা জাহান কবিতা,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি,আব্দুল মজিদ মন্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি,সাবেক এমপি সফিকুল ইসলাম সফি, সাবেক এমপি চয়ন ইসলাম ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন প্রমুখ।
×