ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:২৬, ২৩ মার্চ ২০১৮

নতুন গবেষণা

ফোল্ডিং ড্রোন উড়ে চলার সময় চাইলেই নিচ থেকে ওজনে হাল্কা বস্তু তুলতে পারে ড্রোনটি। এ জন্য বিশেষ ধরনের রোবটিক হাতও রয়েছে এতে। ফোল্ডিং সুবিধার হাতটি নিজ থেকেই ছোট-বড় হতে পারে। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কৃত্রিম হাতটি ড্রেনের মধ্যে থাকা খালি ক্যানও তুলতে পারে। উড়ে চলা গাড়ি ছোট প্লেনের আদলে তৈরি ইলেকট্রিক গাড়িটি নিজ থেকেই উড়ে উড়ে গন্তব্যে পৌঁছতে পারে। গতিও কম নয়, ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের মালিকানাধীন প্রতিষ্ঠানের তৈরি গাড়িটি ২০২১ সালের মধ্যেই আকাশে যাত্রী নিয়ে উড়বে। সূত্র : সায়েন্স ডেইলি বাস্কেটবল রোবট মানুষের মতোই বাস্কেটবলে হুপে বল ফেলতে পারে ‘কিউ’। বাস্কেটবল খেলোয়াড়ের আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবটটি প্রায় শতভাগ নিখুঁতভাবে নির্দিষ্ট স্থানে বল ফেলতে পারে। ছয় ফুট তিন ইঞ্চি লম্বা রোবটটি তৈরি করেছে জাপানের টয়োটা ইঞ্জিনিয়ারিং সোসাইটি। সূত্র : ডেইলি সায়েন্স
×