ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আরচারি ফেডারেশন সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল

শনিবার থেকে সাউথ এশিয়ান আরচারি

প্রকাশিত: ০৬:৪২, ২৩ মার্চ ২০১৮

শনিবার থেকে সাউথ এশিয়ান আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৪-২৭ মার্চ পর্যন্ত সাভারের জিরানির বিকেএসপিতে ‘দি ব্লেজার বিডি বিকেএসপি সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে’র তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। এই আসরে দক্ষিণ এশিয়ার ৪টি দেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬৩ পুরুষ ও মহিলা আরচার অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দীর্ঘ দশ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। সর্বশেষ ২০০৮ সালে ভারতের জামশেদপুরে হয়েছিল এ টুর্নামেন্ট। আপাতত চারটি দেশ এবারের তৃতীয় আসরে অংশ নিলেও আসর শুরুর আগে ভুটান ও পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে বলে জানিয়েছে আরচারি ফেডারেশন। এবারের প্রতিযোগিতায় রিকার্ভ ডিভিশন ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ একক ও দলীয়, মহিলা একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্টে অংশ নেবে। মোট ১০ স্বর্ণ, ১০ রৌপ্য, ১০ তাম্রপদকের জন্য লড়াই করবেন প্রতিযোগীরা। বাংলাদেশের প্রত্যাশা এই টুর্নামেন্টে প্রথমবারের মতো স্বর্ণজয়ের। কেননা আগের দুই আসরে রৌপ্য ও তাম্রপদক জিতলেও কখনই স্বর্ণ জিততে পারেনি তারা। ২৪ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ২৭ মার্চ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
×