ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছেন বোল্ট জানিয়েছে ডর্টমুন্ড

প্রকাশিত: ০৬:৪১, ২৩ মার্চ ২০১৮

আসছেন বোল্ট জানিয়েছে ডর্টমুন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ট্র্যাক এ্যান্ড ফিল্ডের রাজা। সুদীর্ঘ ক্যারিয়ারে অসামান্য সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ১০০ এবং ২০০ মিটারের অলিম্পিক চ্যাম্পিয়ন গত বছরেই এ্যাথলেটকে বিদায় বলে দিয়েছেন। তবে এ্যাথলেটকে বিদায় বলে দিলেও ৩১ বছর বয়সে এসে নতুন মিশন শুরু করতে চলেছেন জ্যামাইকান স্প্রিন্টার। হ্যাঁ এবার ফুটবলে। ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট এখন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর। এ্যাথলেটিক্স ট্র্যাক কাঁপানোর পর এবার ফুটবল মাতাতেই আসছেন কিংবদন্তি স্প্রিন্টার। ফুটবল ক্যারিয়ার গড়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে শুক্রবার থেকেই জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলনে নামার কথা। জার্মান ক্লাবটির পক্ষ থেকেই এই ঘোষণা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে এক বার্তায় জার্মান লীগের ক্লাবটি বলেছে, ‘বোল্ট আসছেন।’ নিজের অফিসিয়াল একাউন্টে গতিদানব লিখেছেন, ‘বিভিবি, শুক্রবারের জন্য প্রস্তুত হোন।’ বোল্ট এবং ডর্টমুন্ডের যৌথ প্রযোজনার এই প্রচারণামূলক ইভেন্টটির পৃষ্ঠপোষকতা করছে আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। শুক্রবার স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন শুরু হওয়ার কথা। জনগণের জন্য উন্মুক্ত। এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। এর আগে বুধবার জোশে মরিনহোর দলের হয়ে খেলেছেন বোল্ট। প্রতিপক্ষ ফুটবলের সেরাদের সেরা ডিয়েগো ম্যারাডোনার দল। সুইজারল্যান্ডে প্রীতি ফুটবল ম্যাচটি শেষ হয় ১১-১১ গোলে। এতে বোল্টের সঙ্গী ছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান কারেমবেইউও, মার্সেল ডেসেইলি, সুইস কিংবদন্তি স্ট্যাফেন চ্যাপিউসাট এবং রাশিয়ার এ্যালেক্সি সামেটরি। অন্যদিকে আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনার দলে ছিলেন স্বদেশী হারনান ক্রেসপো। বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস, সাবেক ইতালিয়ান দুই তারকা মারকো মাতারাজ্জি, এ্যাঞ্জেলো পেরুজ্জি এবং ফ্রান্সের সাবেক স্ট্রাইকার ডেভিড ট্রিজিগুয়েত। ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার এ্যালান শিয়েরার ও সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার মাইকেল পন্টও ছিলেন এই ম্যাচে। দেখা যায় আইরিশ কিংবদন্তি রবি কেনকেও। এদিন ফুটবলের সব মহানক্ষত্রদের পাশে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোকেও। ১০০ আর ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডের মালিক বোল্ট গত জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন যে আন্তর্জাতিক বিরতির সময় ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করবেন তিনি। তবে গত বছর এ্যাথলেটিক্স থেকে অবসর গ্রহণের পর থেকেই বোল্ট সুস্পষ্টভাবে জানিয়ে আসছেন যে, তার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নের কথা। আগামী ১০ জুন তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার কথা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত উসাইন বোল্টের। সেই ম্যাচে তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেবেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস।
×