ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এলগারের শতকের পরও অস্বস্তিতে প্রোটিয়ারা

প্রকাশিত: ০৬:৪০, ২৩ মার্চ ২০১৮

এলগারের শতকের পরও অস্বস্তিতে প্রোটিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক বিতর্ক পেরিয়ে অবশেষে কেপটাউন টেস্টে খেলছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তবে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় এই টেস্ট মাঠে গড়ানোর পর তাকে বল হাতে নিতে হয়নি। আগে ব্যাট করতে নেমে ওপেনার ডিন এলগারের শতকে বেশ ভাল অবস্থানেই ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সফরকারী অস্ট্রেলিয়ার পেসারদের চা বিরতির পর জ্বলে ওঠায় কিছুটা অস্বস্তিতেই পড়েছে স্বাগতিকরা। তবে এলগার ১১২ রানে ব্যাট চালিয়ে যাচ্ছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে প্রোটিয়ারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। আগের দুই টেস্টে ১-১ সমতা। ডারবান টেস্টে জিতেছিল অস্ট্রেলিয়া আর ঘটনাবহুল পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয়। সেই টেস্টের উভয় ইনিংস মিলিয়ে রাবাদা ১১ উইকেট নিয়ে অসিদের ব্যাটিং বিভাগ ধসিয়ে দিয়েছিলেন। তবে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে বিরূপ আচরণ করা এবং অসি অধিনায়ক স্টিভেন স্মিথকে কাঁধ দিয়ে ধাক্কা দেয়ার কারণে দুই টেস্ট নিষিদ্ধ হন ২২ বছর বয়সী এ পেসার। তবে এর বিরুদ্ধে আপীল করে জিতে যান তিনি। রায় পরিবর্তিত হয়ে তাকে কেপটাউন টেস্ট খেলার অনুমতি দেয়া হয়। কিন্তু প্রোটিয়ারা ব্যাট হাতে নেয়ায় নিজেকে প্রবোধ দিয়ে সুস্থির করার বেশ খানিকটা সুযোগ আরও পাবেন রাবাদা। দলীয় ৬ রানে এইডেন মার্করাম সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে এলগার ও হাশিম আমলা ৮৬ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোন বিপদ হতে দেননি। কিন্তু বিরতির পরই আমলাকে সাজঘরে ফেরান জশ হ্যাজলউড। তিনি ৩১ রান করেছিলেন। তৃতীয় উইকেট জুটি আরও দীর্ঘ করেছেন এলগারের সঙ্গে যোগ দিয়ে এবি ডি ভিলিয়ার্স। দু’জনে যোগ করেন ১২৮ রান। চা বিরতি পর্যন্ত এ জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেছিল ১১০ রান। তবে চা বিরতির পরই ভিলিয়ার্সকে শিকার করেন প্যাট কামিন্স। ভিলিয়ার্স ৯৫ বলে ১০ চারে ৬৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর দ্রুতই অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৫) ও টেমবা বাভুমাকে (১) শিকার করে আতঙ্ক সৃষ্টি করেন কামিন্স। সে কারণেই দিনের শেষভাগে কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া আর অস্বস্তিতে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপরও সেঞ্চুরিয়ান এলগারের অপরাজিত ১১২ রানে এখনও বড় সংগ্রহের প্রত্যাশা করছে স্বাগতিকরা। তার সঙ্গে ব্যাট করছেন কুইন্টন ডি কক ২ রানে। রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান তুলেছে প্রোটিয়ারা।
×