ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতে ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

প্রকাশিত: ০৬:৪০, ২৩ মার্চ ২০১৮

ভারতে ভিসা মেলেনি সাবিনা-কৃষ্ণার

স্পোর্টস রিপোর্টার ॥ ভিসা না পাওয়ায় ভারতে গিয়ে ফুটবল লীগ খেলার স্বপ্ন ভেঙ্গে গেল সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকারের। অথচ গত ১৫ মার্চেই তাদের যোগ দেয়ার কথা ছিল ভারতীয় ক্লাব সেথু এফসিতে। ২৫ মার্চ থেকে তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান উইমেন্স লীগে খেলার কথা জাতীয় ও অ-১৬ দলের দুই অধিনায়ক সাবিনা-কৃষ্ণার। ওখানে তাদের অবস্থান করার কথা এপ্রিল পর্যন্ত। বুধবার জানা গিয়েছিল পরেরদিন বৃহস্পতিবার ভারতীয় ভিসা পেতে পারেন সাবিনা-কৃষ্ণা। কিন্তু জানা গেছে, তাদের ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। ‘ইচ্ছে ছিল ভারতে গিয়ে খেলে নিজেদের প্রমাণ করব। সেটা আর হলো না। খুবই হতাশ। বেশি খারাপ লাগছে কৃষ্ণার জন্য। কারণ আমি এর আগে মালদ্বীপে গিয়ে খেলেছি। কৃষ্ণা এই প্রথম বিদেশী লীগে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু ভিসা না পাওয়াতেও বেশ ভেঙ্গে পড়েছে। ওর কপালটাই খারাপ।’ জনকণ্ঠকে এমনটাই জানান সাবিনা। তিনি আরও যোগ করেন, ‘ক্যাম্পের বাকি সবাই খবরটা জেনেছে। ওদেরও মন খারাপ। সবাই এসে সান্ত¡নাও দিয়েছে।’ গত ৭ মার্চ ভিসার জন্য আবেদন করেন সাবিনা-কৃষ্ণা। ১৩ মার্চ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে চিঠি দেয়া হয় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে। অথচ তারপরও ভিসা না হওয়াটা রহস্যজনকই বটে। ৭ দল নিয়ে ভারতের উইমেন্স লীগটি হবে শিলংয়ে। তামিলনাড়ুর ক্লাব সেথু এফসি তাদের বিদেশী কোটায় নিবন্ধন করিয়েছে বাংলাদেশের এ দুই তারকা ফুটবলারকে। সাবিনাদের খেলা ছিল ২৬, ২৮, ৩১ মার্চ এবং ২, ৬ ও ৮ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবিনাদের ভিসাপ্রাপ্তির খবর নিশ্চিতের আগেই ক’দিন আগে তাদের ভারতযাত্রা নিয়ে প্রেসমিট করে। তাদের এই উদ্যোগ এখন হাসির খোরাকে পরিণত হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে এ বিষয়ে ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি। এর আগে সাবিনা খাতুন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলেছেন বিদেশে। দুই দুইবার মালদ্বীপে ঘরোয়া আসরে খেলে কাঁপিয়েছেন প্রতিপক্ষের জাল। এবার ভারতে তার সঙ্গী হওয়ার কথা ছিল জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণার। অনুর্ধ-১৬ দলের অধিনায়কের জন্য হতে পারতো এটা নতুন অভিজ্ঞতা। কিন্তু অঙ্কুরেই বিনাশ ঘটলো তার।
×