ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যালানসোর পাঁচ বছরের জেল

প্রকাশিত: ০৬:৪০, ২৩ মার্চ ২০১৮

এ্যালানসোর পাঁচ বছরের জেল

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার জাবি এ্যালানাসোর পাঁচ বছরের কারাদ- দিয়েছেন স্পেনের একটি আদালত। কর জালিয়াতির কারণে ৩৬ বছর বয়সী এই তারকাকে ৪ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে। এ্যালানসোর অর্থনৈতিক উপদেষ্টা জালুদা আজকুয়েনাগা ও শেল কোম্পানির কর্মকর্তা আগানাসি মার্স্তে কাসানাভোকে একই সাজা দেয়া হয়েছে। জানা গেছে, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেন সরকারকে দুই মিলিয়ন ইউরো কর ফাঁকি দেন এ্যালানসো। ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১১৪টি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্বকারী এই সেন্টার মিডফিল্ডার ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে মোট ১৬টি গোল করেন তিনি। সিনিয়র ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এই স্প্যানিয়ার্ড। আলানসো ছাড়াও হাইপ্রোফাইলের বেশ কয়েকজন ফুটবলারের দিকে স্প্যানিশ কর্তৃপক্ষ কর ফাঁকির অভিযোগ তুলেছিল। তাদের মধ্যে অন্যতম বার্সিলোনার হয়ে খেলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদ ও পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৪ সালে স্পেন জাতীয় দল থেকে অবসরের পর ২০১৭ সালে ক্লাব ফুটবলকেও বিদায় জানান এ্যালানসো। দীর্ঘ ক্যারিয়ারে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লীগ ও পাঁচটি লীগ শিরোপা ছাড়াও স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আছে তার। অবসরের পর এখন অনেকটাই অবসর জীবনযাপন করছেন এই মিডফিল্ডার। এ্যালোনসো এ প্রসঙ্গে গত বছর বলেছিলেন, আমি জানি ফুটবলকে অনেক মিস করব। কারণ এটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। এই শূন্যতা পূরণ অনেক কঠিন হয়ে যাবে। তারপরও জীবন ঠিকই চলবে, এটা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, এখন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই অনুভূতিটা দারুণ আনন্দের। এইসব স্মৃতি আমার মনে অনেকদিন থাকবে। আমার মনে আছে আমি বাবার সঙ্গে ফুটবল খেলেছি, আমার বাচ্চারাও আমার সঙ্গে খেলার স্মৃতি মনে রাখবে।
×