ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্তুষ্ট হোল্ডারের দুঃখ প্রকাশ স্কটল্যান্ডের জন্য

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ মার্চ ২০১৮

সন্তুষ্ট হোল্ডারের দুঃখ প্রকাশ স্কটল্যান্ডের জন্য

স্পোর্টস রিপোর্টার ॥ চরম এক পরীক্ষার মধ্যেই পড়েছিল ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ। পরের বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিল তারা। সেই জৌলুস অনেক আগেই চলে গেছে ক্যারিবীয় ক্রিকেটের। সে কারণেই তো ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য বাছাইপর্বে নামতে হয়েছে তাদের। দোর্দ- প্রতাপশালী উইন্ডিজের দিকে এখন চোখ রাঙ্গিয়ে তাকায় যে কোন প্রতিপক্ষ। এবার বিশ্বকাপ বাছাইয়ে কম চড়াই-উৎরাই পেরোতে হয়নি তাদের। অবশেষে বৃষ্টির আশীর্বাদ তাদের জন্য সুফল বয়ে আনলো। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের কাছে হারের শঙ্কা দানা বাঁধছিল, বৃষ্টিতে খেলা না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আশীর্বাদে ৫ রানে জিতে বিশ্বকাপ নিশ্চিত করে ক্যারিবীয়রা। মাত্র ১৯৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয়ার পর ৩৫.২ ওভারে ৫ উইকেটে ১২৫ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। ১৪.৪ ওভারে মাত্র ৭৪ রান করার যে সুযোগ ছিল তা কাজে লাগাতে পারেনি তারা। তাই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিই হয়ে উঠেছে বিতর্কিত। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার দুঃখ প্রকাশ করেছেন স্কটিশদের জন্য। ডু-অর-ডাই ম্যাচ, যে দলটি জিতবে তারাই বিশ্বকাপের টিকেট পেয়ে যাবে। স্কটিশরা টস জিতে এই ম্যাচে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু ক্যারিবীয়দের দিনটা খুব খারাপ কেটেছে। প্রথম বলেই ক্রিস গেইল (০) ও ইনিংসের তৃতীয় ওভারে শাই হোপ (০) সাজঘরে ফিরলে বিপর্যয়ের শুরু হয়। তবে একপ্রান্ত আগলে এভিন লুইস ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। মারলন স্যামুয়েলসও ৫১ রান করেন। এরপরও ৪৮.৪ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। শরীফ ও হুইল ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে মাত্র ৬৭ রানে ৪ উইকেট হারালেও পঞ্চম উইকেটে বেরিংটন ও মুনসের ৩৮ রান স্কটিশদের এগিয়ে নিতে থাকে। ক্রমেই জয়ের কাছাকাছি যাচ্ছিল তারা। ৩৫.২ ওভারে তুলে ফেলে ৫ উইকেটে ১২৫ রান। জয় থেকে ৮৮ বলে ৭৪ রানের দূরত্বে ছিল তারা হাতে ৫ উইকেট নিয়ে। কিন্তু বৃষ্টি তাদের সেই রান তাড়া করায় বাগড়া দেয়। শেষ পর্যন্ত আর খেলা না হলে দেখা যায় এই সময় পর্যন্ত ১৩১ রান প্রয়োজন ছিল তাদের। সে কারণে হেরে যায় ৫ রানে। ফলে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের অধিনায়ক জ্যাসন হোল্ডার বলেন, ‘আমি অনেক বেশি সন্তুষ্ট বিশ্বকাপে আমরা যেতে পেরে। গত দুই বছরে আমাদের অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে। আমাদের প্রত্যাশার সঙ্গে খেলতে হয়েছে। প্রতি ম্যাচেই আমাদের ওপর অনেক চাপ কাজ করেছে, কিন্তু ছেলেরা সবাই এক সঙ্গে খুব ভাল কাজ দেখিয়েছে। আমরা যেতে পেরে খুবই সন্তুষ্ট কিন্তু একই সঙ্গে স্কটল্যান্ডের জন্য ভাবছি যে তারা কত ভাল খেললো এই টুর্নামেন্টে কিন্তু যেতে পারলো না। তারা বিশ্বকাপ খেলার সব যোগ্যতাই দেখিয়েছে।’
×