ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাগিতোভা নয় মিলানে উজ্জ্বল কোস্টনার

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ মার্চ ২০১৮

জাগিতোভা নয় মিলানে উজ্জ্বল কোস্টনার

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে চমক উপহার দেন এলিনা জাগিতোভা। দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাশিয়ার প্রথম এ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জেতেন তিনি। সেই সঙ্গে সর্বকনিষ্ঠ প্রমীলা খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ডও গড়েন এলিনা জাগিতোভা। তার সামনে এবার বিশ্বচ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জয়ের হাতছানি। কিন্তু বুধবার থেকে মিলানে শুরু হওয়া এই ইভেন্টের সব আলো কেড়ে নিয়েছেন ইতালির ক্যারোলিনা কোস্টনার। শট প্রোগ্রামে প্রথম হয়ে ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন ক্যারোলিনা কোস্টনার। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বসিত করতে এদিন তিনি ৮০.২৭ পয়েন্ট গড়েন। যা তার ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড ফলাফল। এই স্কোর গড়ে তিনি হতাশ করেছেন শীতকালীন অলিম্পিকের চ্যাম্পিয়ন জাগিতোভাকে। কেননা রাশিয়ান তারকা এদিন ৭৯.৫১ পয়েন্ট স্কোর গড়ে দ্বিতীয় হয়েছেন। তবে এতে মোটেও হতাশ নন এবারের শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে প্রথম স্বর্ণপদক উপহার দেয়া ১৫ বছরের এই তরুণী। বরং এখনও নিজের সেরাটা ঢেলে দিতে আত্মবিশ্বাসী তিনি। তবে বাছাইয়ে নিজের সেরাটা না দিতে পারার পেছনে জাগিতোভা জানিয়েছেন, শীতকালীন অলিম্পিক থেকে দেশে ফেরার পর অনুশীলন করাটা তার জন্য খুব কঠিন ছিল। দ্বিতীয় হয়ে বাছাইপর্ব শেষ করার পর জাগিতোভা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে অলিম্পিকের চেয়েও এখানে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। অলিম্পিক থেকে ফেরার পর অনুশীলন করাটাই আমার জন্য খুব কঠিন ছিল। তাছাড়া বিশ্বচ্যাম্পিয়নশিপে এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছি আমি তাই একটু বেশিই বিচলিত ছিলাম। তবে প্রতিটি টুর্নামেন্ট থেকেই কিছু না কিছু নতুন করে শিখছি আমি। আজ এখানে শারীরিকভাবে খুব টাইট অনুভব করেছি। আমার কাছে মনে হয়েছে এটা মূলত নার্ভাস থাকার কারণেই হয়েছে। তারপরও স্বচ্ছ পারফর্ম করতে পেরেছি সে জন্য খুব সন্তুষ্ট আমি। কিছু ছোট্ট ছোট্ট ভুল হয়েছে কিন্তু এটা মোটেও সিরিয়াস কিছু নয়।’ মিলানে জাগিতোভার অভিষেক হলেও বেশ অভিজ্ঞ ক্যারোলিনা কোস্টনার। ১৪ বারের মতো অংশ নিচ্ছেন এবার। বিশ্বচ্যাম্পিয়নশিপে ছয়টি পদক রয়েছে তার। যার মধ্যে রয়েছে ২০১২ সালের স্বর্ণপদকও। ২০০৫ সালে প্রথমবারের মতো ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি। ২০১৪ সালে সোচি অলিম্পিকেও ব্রোঞ্জপদক জয়ের স্বাদ পেয়েছিলেন কোস্টনার। ফিগার স্কেটিংয়ের শট প্রোগ্রামে প্রথম হয়ে ফাইনালে জায়গা করে নিয়ে দারুণ রোমাঞ্চিত এই ইতালিয়ান স্কেটার।
×