ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অঘটনে শুরু মিয়ামি ওপেন

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ মার্চ ২০১৮

অঘটনে শুরু মিয়ামি ওপেন

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের প্রথমপর্ব থেকেই বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। বুধবার জাপানের নাওমি ওসাকার কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান আমেরিকান তারকা। দুর্দান্ত ফর্মে থাকা জাপানের নাওমি ওসাকা এদিন ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাকে। সেরেনা উইলিয়ামস ছিটকে গেলেও মিয়ামি ওপেনের দ্বিতীয়পর্বের টিকেট কেটেছেন রাশিয়ার একাটেরিনা মাকারোভা, পুয়ের্তো রিকোর মনিকা পুইগ এবং স্পেনের গারবিন মুগুরুজা। টেনিস কোর্টে দুর্দান্ত সময় পার করছেন নাওমি ওসাকা। গত সপ্তাহেই ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান জাপানের তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে পরাজিত করে জাপানের ইতিহাসে প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হন তিনি। শুধু তাই নয়, সেই টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে নাওমি ওসাকা হারিয়েছিলেন মারিয়া শারাপোভা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ক্যারোলিনা পিসকোভা এমনকি সিমোনা হ্যালেপের মতো তারকাদের। তাই মিয়ামি ওপেনের প্রথমপর্বে সেরেনার বিপক্ষে ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন তিনি।কোর্টের লড়াইয়েও দাপট দেখালেন ওসাকা। সেরেনা উইলিয়ামসকে কোন ধরনের পাত্তাই দেননি তিনি। মাত্র ১ ঘণ্টা ১৭ মিনিট লড়াই করেই সেরেনা উইলিয়ামসকে হারান তিনি। এর ফলে ২১ বছরের মধ্যে এবারই প্রথম আমেরিকার কোন হার্ডকোর্ট চ্যাম্পিয়নশিপের প্রথমপর্ব থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে মোটেও ভুল করেননি আমেরিকান তারকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ম্যাচের শেষে সেরেনা বলেন, ‘অসাধারণ একটা ম্যাচ খেলেছে নাওমি এটা স্বীকার করতেই হবে। তবে আমিও নিজেকে ফেরাতে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি। এই অবিশ্বাস্য ফেরার পথে আমার সমর্থকদের ধন্যবাদ এবং কতজ্ঞতা জানাই যারা আমাকে সবসময়ই সমর্থন জোগাচ্ছেন।’ দ্বৈতে ফিরেছিলেন আগেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান ওয়েলস দিয়ে মহিলা এককেও কোর্টে ফিরেন সেরেনা। শুরুটাও করেছিলেন দোর্দ- প্রতাপে। টানা দুই জয়ে টুর্নামেন্টের তৃতীয়পর্বেরও টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু সেখানেই থেমে যেতে হয় আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তিকে। তৃতীয়পর্বে সেরেনা উইলিয়ামসকে থামিয়ে দেন তারই বড় বোন ভেনাস উইলিয়ামস। এবার মিয়ামি ওপেনের জয়যাত্রা থেমেছে অবশ্য আরও আগেই। তবে সন্তান জন্মের পর সেরেনা উইলিয়ামসের এমন ফেরায় বিস্মিত ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্বাসই করতে পারছেন না কিছুদিন আগেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরা ডেনমার্কের এই টেনিস তারকা। এ প্রসঙ্গে ক্যারোলিন ওজনিয়াকি বলেন, ‘সন্তান জন্মের পর কি আমি ফিরতে পারতাম? ৩৬ বছর বয়সে আমার জন্য তা অসম্ভব হবে বলেই মনে করি। কিন্তু সে পেরেছে। তার ফেরা দেখাটা সত্যিই অসাধারণ। সে বিস্ময়কর একজন খেলোয়াড়। সে আসলে খেলাটাকে খুবই ভালবাসে। এটা ক্রীড়ার জন্যই দারুণ একটা ব্যাপার।’ ২০১০ সালের অক্টোবর থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত ৬৭ সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে আবারও হারানো রাজত্ব পুনরুদ্ধার করেন ডেনমার্কের এই টেনিস তারকা। কিন্তু খুব বেশিদিন নিজের দখলে রাখতে পারেননি তা। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান ওয়েলসের আগেই তার কাছ থেকে শীর্ষস্থান দখল করে নেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। তবে র‌্যাঙ্কিংয়ে এখন তেমন মনোযোগ নেই ড্যানিশ তারকার। বরং ওজনিয়াকির চোখে-মুখে এখন আরও গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন। এদিকে সেরেনার বিদায়ের দিনে ভিক্টোরিয়া আজারেঙ্কা দুর্দান্ত জয়ে দ্বিতীয়পর্বের টিকেট কেটেছেন। বেলারুশ সুন্দরী এদিন ৬-৩ এবং ৬-০ গেমে পরাজিত করেছেন সেরেনারই স্বদেশী ক্যাথেরিন বেলিসকে। রাশিয়ার একাটেরিনা মাকারোভা কঠিন লড়াইয়ের পর ৬-২, ২-৬ এবং ৬-৪ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের তিমিয়া বাসজিনস্কিকে। তবে আমেরিকার এমান্ডা এনিসিমোভা সরে দাঁড়ানোয় না খেলেই মিয়ামি ওপেনের দ্বিতীয়পর্বে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। তবে প্রথমপর্ব থেকে এদিন ছিটকে গেছেন সামান্থা স্টোসারও। পুয়ের্তো রিকোর মনিকা পুইগের কাছে ৬-৩ এবং ৬-৪ গেমে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ান তারকা।
×