ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১শ’ টাকায় ৩২ জনের পুলিশে চাকরি

প্রকাশিত: ০৬:০৬, ২৩ মার্চ ২০১৮

১শ’ টাকায় ৩২ জনের পুলিশে চাকরি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মার্চ ॥ মাত্র ১শ’ টাকার বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন বাউফলের ৩২ যুবক-যুবতী। পে-অর্ডারের জন্য মাথাপিছু এই ১শ’ টাকা খরচ করতে হয়েছে তাদের। এর বাইরে অন্য কাউকে টাকা দিতে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ মইনুল হাসান তাদেরকে এ চাকরি দিয়েছেন। শতভাগ স্বচ্ছতার সঙ্গে মেধাভিত্তিক এ চাকরি দেয়া হয়। জেলায় মোট ১শ’ ৭ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। এর মধ্যে বাউফলে ৩ যুবতী ও ২৯ যুবক রয়েছেন। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ হচ্ছেন হতদরিদ্র পরিবারের সন্তান। শিক্ষা অফিসকে দুর্নীতি মুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলা শিক্ষা অফিসকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষা অফিসের সামনে টানানো হয়েছে ‘আমি ও আমার অফিস ঘুষ ও দুর্নীতি মুক্ত’। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
×