ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৫, ২৩ মার্চ ২০১৮

টুকরো খবর

যুবলীগ নেতার কাণ্ড স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি দফতরের সহকারী ভূমি কর্মকর্তা আবু জাফর সালেহকে মারধর ও অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় পুলিশ ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, বুধবার রাতে রাঙ্গাবালী থানায় দায়ের মামলায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবু জাফর সালেহ অভিযোগ করেন, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ হাওলাদার খাস জমিকে নিজের রেকর্ডিয় জমি দাবি করে দাখিলা কাটতে আসেন। সরকারী জমি ব্যক্তি নামে দাখিলা দিতে সহকারী ভূমি কর্মকর্তা অপারগতা জানালে যুবলীগ নেতা রিয়াজ হাওলাদার প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ করেন। নারী শ্রমজীবীদের চেক বিতরণ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় গলাচিপা উপজেলার প্রান্তিক পর্যায়ের ১২০ দুঃস্থ নারী বৃহস্পতিবার ভিন্ন ধরনের উৎসব-আনন্দে ভেসেছেন। তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়েছে ৩৬ হাজার ৫০১ টাকার চেক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় এসব নারী গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সেবা সপ্তাহ কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় প্রশাসন মজুরি থেকে সঞ্চিত অর্থ তুলে দিয়ে দিনটিকে এভাবে শ্রমজীবী নারীদের কাছে স্মরণীয় করে তুলেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজন করা হয় চেক বিতরণ অনুষ্ঠানের। প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে চেক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। ছাত্রলীগ নেতা হত্যাকারীদের ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকারীদের ফাঁসির দাবি করেছেন শাওনের বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শাওনের মা নীলুফার সুলতানা, বোন ফ্লোরাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ শাওন হত্যার নিন্দা জানিয়ে প্রকৃত খুনীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। কুকুরের কামড়ে আহত ১২ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পাগলা কুকুরের কামড়ে তাড়াশে তিন দিনে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা সদরের তাড়াশ বাজার এলাকা, তালম ইউনিয়নের সাহেববাজার এলাকা ও বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর কামড়ের ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন আক্রান্তরা। বাধ্য হয়ে ওষুধের দোকান থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনছেন তারা। আহতরা হলেন- তাড়াশ বাজার এলাকার শিশু সুপ্তি দাশ (৩), জাহাঙ্গির আলম (২১), রাকিবুল ইসলাম (২৩) ও সাজেদুর রহমান (২৬)। সাহেববাজার এলাকার রুবেল হাসান (১০), ফাতেমা খাতুন (১৯), আঞ্জু আরা (২৫) এবং খলিলুর রহমান (২৯)। বিনসাড়া গ্রামের রহিমা খাতুন, হাফিজুর রহমান, আব্দুর রশিদ (২৭) ও সোবাহান আলী (৩৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শিমুল তালুকদার জানান, তিন দিন ধরে মাঝে মধ্যেই কুকুরের কামড়ে আক্রান্ত রোগী আসছে। অথচ ভ্যাকসিন নেই। গাছ থেকে পড়ে একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ মার্চ ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুরে তেঁতুল গাছ থেকে পড়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে জসিম উদ্দিন তেঁতুল পাড়তে গাছে ওঠে। এ সময় সে পা ফসকে নিচে পড়ে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে কেশবপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জসিমকে মৃত ঘোষণা করেন। জসিম উদ্দিন উপজেলার পাঁচ বাঁকাবর্শী গ্রামের মীর আলী মোড়লের ছেলে। রেললাইন সম্প্রসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ মার্চ ॥ শ্যামগঞ্জ-জারিয়া রেললাইনটি দুর্গাপুর উপজেলার বিজয়পুর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা দুর্গাপুরবাসীর’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান, সুসং মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ্, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক স্বপন হাজং, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ঢাকার দুর্গাপুর সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া প্রমুখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কারাগারে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের সাবেক উপ-পরিচালক নাজমুল কবিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৩ জানুয়ারি ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের সাবেক উপপরিচালক নাজমুল কবির। দুর্নীতি দমন কমিশনের ঢাকার বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে। নাভারনের মাদক পরিবেশক মহব্বত আলী টুটুলের লাইসেন্স নবায়নের জন্য তিনি এ ঘুষ নেন বলে দুদক কর্মকর্তারা জানান।
×