ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশিত: ০৬:০৪, ২৩ মার্চ ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ মার্চ ॥ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বৃহস্পতিবার বারহাট্টা উপজেলার কান্দাপাড়া গ্রামের এক স্কুলছাত্রীর (১৫) বাল্যবিবাহ বন্ধ হয়েছে। জানা গেছে, বাউশী ইউনিয়নের ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের ঈশাখার ছেলে তৌফিক খাঁর (২১) বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার কথা ছিল। খবর পেয়ে ইউএনও ফরিদা ইয়াসমিন দুপুর দুইটার দিকে পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দকে সঙ্গে নিয়ে কনের বাড়িতে হাজির হন। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বর ও কনের পরিবারের লোকজন সটকে পড়ার চেষ্টা করেন। রাঙ্গাবালীতে দারোগাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ রাঙ্গাবালী উপজেলায় এএসআই সিদ্দিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী মনির হোসেন মৃধাকে আটক করে পুলিশ। মনির ছোটবাইশদিয়া গ্রামের নয়া মৃধার ছেলে। জানা গেছে, ঘটনার সময়ে রাঙ্গাবালী থানার এএসআই সিদ্দিকুর রহমান মৎস্য অভিযানের জন্য মোটরসাইকেলযোগে কোড়ালিয়া লঞ্চঘাটে যাচ্ছিলেন। কোড়ালিয়া বাজারের প্রবেশ পথে তাকে পেছন থেকে মনির হোসেন ধারালো বঁটি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, মনির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে।
×