ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের শিকার ছাত্রী

প্রকাশিত: ০৬:০৩, ২৩ মার্চ ২০১৮

বরিশালে প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের শিকার ছাত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের হাতে পঞ্চম শ্রেণীর ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়ে দুই সপ্তাহ ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্কুল ম্যানেজিং কমিটি ও কতিপয় প্রভাবশালীর মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য অভিযুক্ত প্রধানশিক্ষক মোটা অংকের টাকা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত নিপীড়িত ছাত্রীকে স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্রীর পরিবার। উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের দিনমজুরের কন্যা পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর মা অভিযোগ করেন, তার মেয়ে অন্য শিক্ষার্থীদের সাথে ওই স্কুলের প্রধানশিক্ষক শ্যাম প্রসাদ ঢালীর কাছে স্কুল শুরুর আগে প্রাইভেট পড়ত। সম্প্রতি প্রধানশিক্ষক সকালের ব্যাচের পরিবর্তে তার মেয়েকে বিকেলের ব্যাচে পড়ার সময় নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী তার মেয়ে বিকেলের ব্যাচে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। ঘটনার দিন গত ৮ মার্চ তার মেয়ে স্কুলে না যাওয়ায় প্রতিদিনের নির্ধারিত সময়ের আগেই শিক্ষকের বাসায় পড়তে যায়। ওইদিন শিক্ষকের বাসার অন্য কোন সদস্য না থাকায় তার মেয়েকে একা পেয়ে প্রধানশিক্ষক তার উপর যৌন নিপীড়ন চালায়। বিষয়টি ওই ছাত্রী তার এক খালাতো বোনের মাধ্যমে পরিবারের সদস্যদের জানানোর পর ছাত্রীর মা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্তুজা খান, সদস্য রশিদ খান, কালাম সরদার ও ইউপি সদস্যকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ ব্যাপারে প্রধানশিক্ষক শ্যাম প্রসাদ ঢালী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ১২-১৩ দিন ধরে ওই ছাত্রী স্কুলে আসছে না। দিনাজপুর সীমান্তে ২ শিশুসহ ৫ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছে ২ শিশুসহ ৫ রোহিঙ্গা। পুলিশী প্রহরায় তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া বিওপি ক্যাম্পের সীমান্তের ২৮৮/৫১ নং পিলারের পাশ দিয়ে ৫ রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যদের হাতে আটক হন। জানা যায়, সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয় লোকজন বিজিবি ঘাসুরিয়া ক্যাম্পে খবর দিলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদকালে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
×