ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ছিনতাই চক্র সক্রিয় ॥ গ্রেফতারে নানা তথ্য

প্রকাশিত: ০৬:০১, ২৩ মার্চ ২০১৮

চট্টগ্রামে ছিনতাই চক্র সক্রিয় ॥ গ্রেফতারে নানা তথ্য

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রতিনিয়ত ছিনতাই করতে মোটরসাইকেল ও সিএনজি টেক্সিকে মূলধন হিসেবে বিনিয়োগ করেছে ছিনতাই চক্র। এক যুগেরও বেশি সময়ের এই চক্র পেশাদার ছিনতাইকারী হিসেবে পুলিশের তালিকাভুক্ত। অভিযোগ রয়েছে, ছিনতাইকারীর তালিকা আছে পুলিশের কাছে কিন্তু কেন গ্রেফতার নেই। ছিনতাইয়ের পর কেন পুলিশ তৎপরতা দেখায়। আবার গ্রেফতারও দেখায়। নগরবাসীর প্রশ্ন, তালিকা অনুযায়ী পুলিশ অভিযান পরিচালনা করে না। আবার পুলিশের দুর্বল রিপোর্টের কারণে খুব কম সময়ে জামিনে বেরিয়ে এসে আবারও আগের পেশায় ফিরে যাচ্ছে ছিনতাইকারীরা। গ্রেফতার হওয়া ছিনতাইকারী খায়রুল পুলিশকে জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে খায়রুল ছিল ছিঁচকে চোর। এভাবেই অপরাধে জড়িয়েছে সে। প্রথমে সে বায়েজীদ থানা এলাকায় বিভিন্ন ফ্যাক্টরির লোহা, চলন্ত গাড়ির মালামাল নামিয়ে ফেলা ও বিভিন্ন বাসার জানালার গ্রিল কেটে চুরি করার শত শত ঘটনা ঘটিয়েছে। একপর্যায়ে সে চট্টগ্রাম মহানগরীর পেশাদার ছিনতাইকারী হামকা নূর আলম ও হাতকাটা জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে কাজ শুরু করে। চুরি পেশা ছেড়ে ২০১০ সালে ছিনতাই জগতে প্রবেশ করে খায়রুল। এরপর বিভিন্ন ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়। আবার সহজেই জামিনে বেরিয়ে আসে। তবে তার লিডার ছিনতাইকারী হামকা নূর আলম ও হাতকাটা জাহাঙ্গীর বর্তমানে কারাগারে থাকায় খায়রুল নিজেই একটি ছিনতাইকারী গ্রুপ তৈরি করে। ছিনতাই কাজে দুইটি মোটরসাইকেল ও দুইটি সিএনজি ব্যবহার করে। খায়রুল জানায়, এসব মোটরসাইকেল ও সিএনজি টেক্সি নিয়ে তার সদস্যরা প্রতিনিয়ত ওঁৎ পেতে থাকে। আগ্রাবাদ, জিইসি মোড়, রিয়াজউদ্দিন বাজার, তিনপুলের মাথা, মুরাদপুর এলাকায় ব্যাংকিং চলাকালীন সময়ে অবস্থান করে। তার সদস্যরা যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক, বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান হতে টাকা নিয়ে যাওয়ার সময় তাহাদেরকে টার্গেট করে। পরে কৌশলে টাকার ব্যাগ টেনে নেয়ার চেষ্টা করে এসময় ধস্তাধস্তি করলে অস্ত্র প্রদর্শন করে টেক্সিতে তুলে নেয়। পরে অন্ধকার এলাকা দেখে সিআরবি, কদমতলী ফ্লাইওভার, দেওয়ানহাট ফ্লাইওভার, নিমতলী বিশ^রোড এলাকা নামিয়ে দেয়। এছাড়াও খায়রুল সান্ধ্যকালীন তার অন্যান্য সহযোগী নিয়ে দুইটি মোটরসাইকেলযোগে নিউমার্কেট, কাজীরদেউড়ি, ওয়াসা, লালখান বাজার, জাকির হোসেন রোড, গোলপাহাড়, দুই নম্বর গেট, জামালখান এলাকায় ঘোরাঘুরি করে। টার্গেট করে রিক্সা কিংবা মোটরসাইকেলে যাওয়া যাত্রীদের। বিশেষ করে মহিলা যাত্রীরাই কোন গাড়িতে উঠতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে; এই সুযোগে তারা ছিনতাই করতে সক্ষম হয়। আবার রিক্সাযোগে যাওয়া যাত্রীদের হাতে থাকা ব্যাগ বিশেষ করে মহিলা যাত্রীর হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেয়াটা অনেক সোজা।
×