ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেলিনরের মধ্য ও পূর্ব ইউরোপের ব্যবসা বিক্রি হয়ে যাচ্ছে

প্রকাশিত: ০৬:০০, ২৩ মার্চ ২০১৮

টেলিনরের মধ্য ও পূর্ব ইউরোপের ব্যবসা বিক্রি হয়ে যাচ্ছে

নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনর তাদের মধ্য ও পূর্ব ইউরোপের ব্যবসা ৩.৪ বিলিয়ন ডলারে চেক ইনভেস্টমেন্ট ফার্ম পিপিএফ গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে। বুধবার টেলিনরের এক বিবৃতিতে বলা হয়, হাঙ্গেরি, বুলগেরিয়া, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় তাদের মোবাইল ফোন সেবার কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তি সেবার প্রতিষ্ঠান টেলিনর কমন অপারেশন কিনে নিচ্ছে পিপিএফ গ্রুপ। রয়টার্স জানিয়েছে, ব্যবসা বিক্রির ওই অর্থ থেকে টেলিনর তাদের শেয়ার হোল্ডারদের প্রতিশেয়ারে ৪.৪০ নরওয়েজিয়ান ক্রোনার ডিভিডেন্ড দেবে। তাতে ব্যয় হবে মোট ৬.৬ বিলিয়ন ক্রোনার বা ৮৫৫ মিলিয়ন ডলার। বাকি টাকা তারা ব্যয় করবে ঋণ শোধ, নিজেদের শেয়ার কিনে নেয়া ও নতুন ব্যবসা অধিগ্রহণে। টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে বিবৃতিতে বলেন, ‘টেলিনর এখন স্ক্যান্ডিনেভিয়া ও এশিয়ার দেশগুলোতে তাদের লাভজনক এলাকাগুলোতে আরও বেশি মনোযোগ দেবে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×