ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ মার্চ ২০১৮

উবাচ

একলা খেলা জমে না স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একলা খেলা জমে না। সাজাপ্রাপ্ত দলীয় প্রধানের নির্বাচনে অংশ গ্রহণের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির নেতারা বলছেন খালেদাবিহীন কোন নির্বাচন দেশে হতে দেয়া হবে না। এর আগের বার অবশ্য তারা বলেছিলেন বিএনপি ছাড়া কোন নির্বাচন দেশে হতে দেয়া হবে না। যদিও গতবার সেই নির্বাচনের পর এখনও সরকার টিকে রয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উঠছে। দেশে বড় বড় প্রকল্প হচ্ছে। অন্তত বিএনপি ক্ষমতায় আসলে এসবের কোন কিছুই সম্ভব হতো না। সরকার মনে করছে তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। সেই আস্থাতেই বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানাচ্ছে। নাসিম বলেছেন, আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগও স্বস্তিতে নেই। খালেদা জিয়ার জামিন আটকানো ব্যাপারে বিএনপি বারবার আমাদের দোষারোপ করে যাচ্ছে। কিন্তু নিয়ম তান্ত্রিকভাবে মামলা চলছে। রায় আদালতের, তাই আমাদের এখানে কোন হাত নেই। একজন রাজনৈতিক নেতা আরেকজন নেতাকে হয়রানি করবে এটা কোনভাবেই কাম্য নয়। তাই আমরা তথা আওয়ামী লীগ স্বস্তিতে নেই। দেখবেন কে? স্টাফ রিপোর্টার ॥ দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর একজন প্রবাসী বাংলদেশী তারেক রহমানকে দলীয় প্রধানের ভার তুলে দেয়া হয়েছে। সম্প্রতি তারেক রহমানকে পৃথিবীর ভয়ঙ্কর মানুষের আখ্যা দিয়েছে এফবিআই। শোনা যায় পৃথিবীর ভয়ঙ্কর মাফিয়াদের সঙ্গে তার ঘনিষ্টতা রয়েছে। সঙ্গত কারণে প্রশ্ন জেগেছে বিএনপি দেশে এমন কেউ কি যোগ্য নেতা নেই যাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যায়! এমন প্রশ্ন ওঠার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। যদিও এর উত্তরে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনি বলেছেন বিএনপি না কি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি যদি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তাহলে নির্বাচন দিতে ভয় কোথায়? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। তখন দেখেন কে দেউলিয়া হয়েছে। উল্টো সরকারকে দেইলিয়া উল্লেখ করে ফখরুল বলেছেন আপনারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছেন বলেই আজকে মামলা মোকদ্দমার আশ্রয় নিচ্ছেন। একটা কিছু হলেই মামলা... যেন একটা ফরম ঠিক করা আছে সব আসামি করে দেন। তারপর যাকে খুশি তাকে ধরে নিয়ে আসেন। দুদক কী! স্টাফ রিপোর্টার ॥ সকলেই জানেন দুর্নীতি দমন কমিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুদক কিন্তু জিয়া এতিমখানা থেকে খালেদা জিয়ার অর্থ সরিয়ে নেয়ার দুর্নীতি নিয়ে কাজ করায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) হচ্ছে রাতকানা বাদুড়। এটি দুদকের নতুন নাম। রিজভী দুদকের কী কাজ সেই সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেন, এটি শেখ হাসিনার নিজস্ব একটি প্রতিষ্ঠান। বিরোধী দল এবং বিরোধী দলের প্রধান নেত্রীকে বিপর্যস্ত করা মানসিকভাবে, নানাভাবে নির্দয়-নিপীড়ন করার একটা যন্ত্র হচ্ছে দুদক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সমালোচনা করে রিজভী বলেন, যে অন্ধ যে কানা সে কখনও স্বচ্ছতা দেখাতে পারবে না, অন্যের অপরিষ্কার সেটাও দেখতে পারবে না। কারণ এভাবেই তাকে (দুদক) তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের যে অস্বচ্ছতা, আওয়ামী লীগের যে দুর্নীতি, যে কলঙ্ক এত কিছু- তখন নির্লিপ্ত এই দুদক। কিন্তু বিএনপি ব্যাপারে, খালেদা জিয়ার ব্যাপারে একেবারে উঠেপড়ে লেগেছে। কারণ তিনি (দুদক চেয়ারম্যান) যার চাকরি করেন, সেই চাকরিটা নিশ্চিত করতে এই কাজ করছেন।
×