ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে আহত ৬

প্রকাশিত: ০৩:২৬, ২২ মার্চ ২০১৮

দিনাজপুরে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে আহত ৬

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নশিপুর পাট বীজ খামারের একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসে পড়েছে। এতে ছাদের নিচে পড়ে ছয় শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএডিসি নশিপুর পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আ.ফ.ম আফরোজ আলম বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই নশিপুর এলাকায় নশিপুর পাট বীজ খামারের নির্মাণাধীন বীজ গুদামের ছাদ ঢালাইয়ের কাজ করছিল প্রায় দেড় শতাধিক শ্রমিক। দুপুর দেড়টায় হঠাৎ করে ছাদের একদিকে ধসে পড়লে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। বিষয়টি তাৎক্ষণিক দিনাজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ছাদের নিচে আরও কোনও শ্রমিক চাপা পড়ে রয়েছে কিনা তা দেখতে সন্ধ্যা পর্যন্ত ভবনটিতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের কর্মীরা। ’ দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘নির্মাণাধীন ধসে যাওয়া ছাদের নীচে কোনও শ্রমিক চাপা পড়ে আছে কিনা, এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নশিপুর পাট বীজ খামার কর্তৃপক্ষ জানায়, বীজ গুদামের নির্মাণের সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিল নুর আলম ও সাজ্জাদ নামে দুই ঠিকাদার। তবে ঘটনার পর তাদের পাওয়া যায়নি। এদিকে ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
×