ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৮, ২২ মার্চ ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা বহুনির্বাচনি ॥ ২য় অধ্যায় ১. অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কি পরিমান সিগন্যাল বা তথ্য পাঠানো যায় ? ক. কয়েক লক্ষ টেলিফোন কল খ. এক লক্ষ টেলিফোন কল গ. কয়েক হাজার টেলিফোন কল ঘ. কয়েক শত টেলিফোন কল ২. পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ক ইনফ্রারেড খ. ওয়্যারলেস সিগন্যাল গ. অপটিক্যাল ফাইবার ঘ. শব্দ. ৩. বর্তমানে প্রায় সব কম্পিউটারের মাদারবোর্ডে সংযুক্ত থাকে - ক.মডেম খ.কীবোর্ড গ. টিভিকার্ড ঘ. ল্যান কার্ড ৪. দুটি কম্পিউটারকে যুক্ত করতে অবশ্যই প্রয়োজন হয়- ক.মডেম খ. রাউটার গ. টিভিকার্ড ঘ. ল্যান কার্ড ৫. বর্তমানে প্রচুর পরিমানে ব্যবহৃত হচ্ছে- ক. ডরঋর মডেম খ. উঝখ মডেম গ. ডায়ালআপ মডেম ঘ. টঝই ৬ .রাউটার শব্দটি এসেছে- ক. জড়ঁঃবৎ খ. জড়ঁঃব গ. জঁঃব ঘ. জঁঃবৎ ৭। পৃথিবীর তথ্য ভান্ডার কিসের প্রভাবে সবার জন্য উন্মুক্ত? (ক) তথ্য (খ) মোবাইল (গ) ক¤িপউটার (ঘ) নেটওয়ার্ক ৮। কে তথ্য ভান্ডার থেকে সংগ্রহ করতে পারে? (ক) সবাই (খ) ক্ষমতাশীল মানুষ (গ) সাধারণ মানুষ (ঘ) সরকার ৯। নি¤েœর কোন টপোলজিতে প্রতিটি ক¤িপউটার প্রতিটি ক¤িপউটারের সাথে যুক্ত থাকে? (ক) ট্রি (খ) বাস (গ) মেশ টপোলজি (ঘ) স্টার ১০। নি¤েœর কোন টপোলজিতে অনেক তারের প্রয়োজন হয়? (ক) বাস (খ) রিং (গ) মেশ (ঘ) স্টার ১১। নিচের কোন টপোলজি সবচেয়ে ব্য্যবহুল? (ক) মেশ (খ) বাস (গ) রিং (ঘ) স্টার ১২। মেশ টপোলজিতে ক¤িপউটারগুলো তথ্য আদান-প্রদানে কিভাবে কাজ করে? (ক) চতুর্দিকে (খ) একদিকে (গ) উওভয় ক্ষেত্রে (ঘ) একক্ষেত্রে ১৩। বর্তমানে তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে? (ক) মডেম (খ) নেটওয়ার্ক (গ) মডেম (ঘ) ক¤িপউটার ১৪। ৫ টি ক¤িপউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে তাদের কিসের সাহায্য যুক্ত করতে হয়? (ক) রাউটার (খ) হাব (গ) মডেম (ঘ) ইন্টারনেট ১৫। তথ্য সবার কাছে পৌছে দিতে কোনটি ভূমিকা রাখে? (ক) উপাত্ত (খ) নেটওয়ার্ক (গ) ইন্ট্রানেট (ঘ) টপোলজি ১৬। পৃথিবীর তথ্য ভান্ডার কেমন? (ক) সীমিত (খ) অল্প (গ) বিশাল (ঘ) সংরক্ষিত ১৭। ইনফরমেশন শেয়ারিং কী? (ক) তথ্য ভান্ডার (খ) তথ্য সংরক্ষণ (গ) তথ্য বিনিময় (ঘ) তথ্য প্রদান ১৮। কমপক্ষে কয়টি ক¤িপউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়? (ক) দুটি (খ) একটি (গ) তিনটি (ঘ) চারটি ১৯। সর্বচ্চ কয়টি কয়টি ক¤িপউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যাবে? (ক) দুটি (খ) অসংখ্য (গ) তিনটি (ঘ) চারটি উত্তর: ১। ক, ২। ক, ৩। ঘ, ৪। ঘ, ৫। ক, ৬। খ, ৭। ঘ, ৮। ক, ৯। গ, ১০। খ, ১১। ক, ১২। ক, ১৩, খ, ১৪। খ, ১৫। খ, ১৬। গ, ১৭। গ, ১৮। ক, ১৯।
×