ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১৭, ২২ মার্চ ২০১৮

টুকরো খবর

বাংলাদেশের প্রশংসায় বিগ বি! সম্প্রতি নিদাহাস ট্রফিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলাকে কেন্দ্র করে টুইটারে একটি পোস্ট করেন বিগ বি। সে খেলায় নানা নাটকীয়তা জন্ম নিলেও ম্যাচটি উপভোগ করেছিলেন অমিতাভ বচ্চন। ম্যাচের শেষ ওভারে রিয়াদের দৃষ্টিনন্দন ছক্কায় অসাধারণ এক জয় তুলে নেয়ার জন্য অনেকেই প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেরই নজর কাড়ে টানটান উত্তেজনাপূর্ণ সে ম্যাচটি। তাই সকলেই বাংলাদেশ দলকে জানিয়েছে অভিনন্দন। দেশ-বিদেশে সকলেই যখন টাইগার বাহিনীদের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখন চুপ করে রইলেন না বলিউডের ‘শাহেন শাহ’ অমিতাভ বচ্চনও। তিনি ও টুইটারে লিখেন, ‘নিদাহাস ট্রফির বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। শেষ কয়েক বলের আবেগ ও ঝগড়া বাদে পুরো ম্যাচটি ছিল উপভোগ্য। বাংলাদেশর জন্য অবিস্মরণীয় জয়। তাদের জন্য রইল অভিনন্দন এবং শ্রদ্ধা। তবে বিগ বির এ টুইট পছন্দ করেননি অনেক টুইটার ব্যবহারকারী। বেশিরভাগ টুইট ব্যবহারকারীর প্রশ্ন ছিল, ম্যাচ শেষে বাংলাদেশীরা যে আচরণ করেছে তার পরও কী করে অমিতাভ বাংলাদেশের প্রশংসা করেছে? ভাইরাল জ্যাকলিনের এক দো তিন ‘এক দো তিন’ গানটি শুনলে যে মুখটি আপনার চোখে ভেসে আসার কথা তিনি ছিলেন বলিউডের এক সময়ের সুপার হিরোয়িন ‘মাধুরী দীক্ষিত’। এক সময়, মাধুরীর নাচ দেখার জন্য মানুষ ছিল খুবই আগ্রহী। ১৯৮৮-এ মুক্তিপ্রাপ্ত ‘তেজাব’ সিনেমায় এ গানের সঙ্গে নেচেছিলেন মাধুরী। এবার মাধুরী নয়, এ গানটির সঙ্গে নেচে মাধুরীকে ট্রিবিউট জানালেন বলিউডের বর্তমান তারকা জ্যাকলিন ফার্নান্দেজ। টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি ‘বাঘি ২’তে দেখা যাবে জ্যাকলিনের এ নাচ। সদ্য মুক্তি পেয়েছে এ গানটির ভিডিও। গানটি আপাতত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। আসল গানটি গেয়েছিলেন অলকা যাজ্ঞিক, লক্ষ্মীকান্ত পেয়ারালালের কম্পোজিশনে। আর নতুন গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। যার কম্পোজিশনে ছিলেন সন্দীপ শিকদার। গানটি সম্পর্কে জ্যাকলিন বলেন, ‘এ গানটায় মাধুরী ম্যামের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। এটা ওনার প্রতি আমার একটা ট্রিবিউট।সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে এ ছবি। প্যামেলার ভুয়া মৃত্যুর খবর! ইন্টারনেটের দুনিয়ায় কোন ঘটনা ঘটা মাত্রই তা বিশে^ ছড়িয়ে পড়া অবাক হওয়ার মতো কিছু নয়। কিন্তু সে ভাইরাল খবরটি যদি হলিউডের কোন তারকার হয় তবে তো সেটা বিশ^জুড়ে আলোড়ন সৃষ্টিকারী খবরই বটে। তবে সে খবরটা আসলেই কী সত্যি? ‘না’ একটুও সত্যি নয়! এ্যাঞ্জেলিনা জোলি, সিলভেস্টার স্ট্যালোন এবার ভুয়া মৃত্যুর খবর ভাইরাল হলো প্যামেলা এ্যান্ডারসনের। সম্প্রতি ব্রিটিশ মিউজিশিয়ান নিক ম্যাসনের মৃত্যুর ভুয়া খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বেচারা তাঁর জীবিত থাকার কথাটি টুইটারেÑ টুইট করতে বাধ্য হন। তিনি টুইট এ লিখেন, ‘জীবিত আছি’। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ৫০ বছর বয়সী প্যামেলা এ্যান্ডারসনের ভুয়া মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একটি ভুয়া ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয় প্যামেলা তার লস এ্যাঞ্জেলসের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। ১২ মার্চ তাকে হাসপাতালে নেয়া হয় এবং ১৫ মার্চ এ জনপ্রিয় হলিউড অভিনেত্রী প্রয়াত হন। তবে প্যামেলা কিংবা তাঁর টিমের তরফে কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি।তবে নিজস্ব স্টাইলেই জবাব দেন এ জনপ্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া এ্যাকাউন্টে দৃষ্টিনন্দন এক ড্রেসে ছবি পোস্ট করেন তিনি। বুঝিয়ে দেন, ‘আমি এখনও বেঁচে আছি’। মুখ খুললেন জেনিফার লোপেজ! হলিউডের অনেক অভিনেত্রীই ক্যারিয়ারের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। তবে সম্প্রতি হারপারস বাজার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে জেনিফার লোফেজ জানালেন তিনিও ক্যারিয়ারের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তবে তিনি অযৌক্তিক এ চাহিদাকে মেনে নেননি। তিনি দাবি করেন, একজন পরিচালক তাকে অপ্রয়োজনে শরীর দেখাতে বলেছিলেন। যেটা ছিল খুবই অস্বস্তিকর একটি ঘটনা। তবে সেই পরিচালকের নাম উল্লেখ করেননি ৪৮ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। সাক্ষাতকারে মার্কিন এ অভিনেত্রী-গায়িকা বলেন, ‘হলিউডের অন্য নারীদের মতো একই নির্যাতনের শিকার হতে হয়নি আমি। তবে একজন পরিচালক আমাকে শার্ট খুলে দেখাতে বলেছিলেন। আমি কী তার কথা মেনে নিয়েছিলাম? না, আমি না করে দিয়েছিলাম। যখন না বলি তখন নিজের থেকে খুব আতঙ্ক লাগছিল নিজের থেকে। মনে পড়ছে আমার বুক কাঁপছিল খুব। মনে মনে ভাবছিলাম, এ কী করছি আমি! এই মানুষটাই তো আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন। ওই ছবিটি ছিল লোপেজের শুরুর দিককার। হারপারস বাজার ম্যাগাজিনকে দেয়া তার সংক্ষিপ্ত সাক্ষাতকার এটি।
×