ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয় ব্যয়ের হিসাব দিল ইউসিবি ব্যাংক

প্রকাশিত: ০৭:১২, ২২ মার্চ ২০১৮

আয় ব্যয়ের হিসাব দিল ইউসিবি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২০১৭ সালে কর পরবর্তী সমন্বিত মুনাফার পরিমাণ ২৭২ কোটি ২৩ লাখ টাকা যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি। ব্যাংকটি ২০১৭ সালে সমন্বিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৫৮ টাকা এবং সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ২৫ দশমিক ৪৯ টাকা। এককভিত্তিক ২০১৭ সালে ইউসিবি’র শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ দশমিক ৩১ টাকা যা ২০১৬ সালে ছিল ২ দশমিক ৪৯ টাকা। ২০১৭ সালের জন্য পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান বাজার মূল্যে, লভ্যাংশের হার ৫.৫২ শতাংশ। ব্যাংকের ঋণের স্থিতির পরিমাণ ২৬ হাজার ২৫৮ কোটি ২৩ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। কর্পোরেট, এসএমই ও রিটেল খাতে ঋণের পরিমাণ যথাক্রমে মোট ঋণের ৬৫, ২৯ ও ৬ শতাংশ । ২০১৭ সালে কর্পোরেট খাতে প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি যেখানে এসএমই ও রিটেল উভয় খাতেই প্রবৃদ্ধির হার ৫ শতাংশ বেশি। ব্যাংকের আমানত স্থিতির পরিমাণ ২০১৭ শেষে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০০ কোটি ৫০ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮ দশমকি ২ শতাংশ বেশি।
×