ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে হার ফুটবল দলের

প্রকাশিত: ০৬:৪৪, ২২ মার্চ ২০১৮

থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে হার ফুটবল দলের

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটান-লজ্জার দীর্ঘ ১৭ মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে তারা খেলবে ফিফা প্রীতি ম্যাচে। লাওস-পরীক্ষার আগে থাইল্যান্ড সফরে গেছে অর্ডবাহিনী। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। তারই প্রথমটি তারা খেলে ফেললো বুধবার। সেখানকার মিতির ফুল স্টেডিয়ামে রাচাবুড়ি ফল এফসির বিরুদ্ধে ০-১ গোলে হেরেছে আফসোসের হার। আফসোস এই কারণে গোলটি হয় ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, ৮৯ মিনিটে। জাতীয় দলের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ আগামী ২৩ মার্চ, ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে। এরপর তারা ব্যাংকক থেকে ২৫ মার্চ যাবে লাওসে। জাতীয় টিটি দলে বিদেশী কোচ স্পোর্টস রিপোর্টার ॥ ভালমানের কোচের অভাবে ব্যাহত হচ্ছে দেশের টেবিল টেনিসের (টিটি) অগ্রগতি। এবারের লীগে যেসব ভাল খেলোয়াড় অংশগ্রহণ করেছেন তাদের দ্বারা আরও ভাল কিছু করানো সম্ভব বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। সম্প্রতি শেষ হওয়া প্রিমিয়ার লীগ ও প্রথম বিভাগ টিটি প্রতিযোগিতাগুলোতে বিগত কয়েক বছরের মধ্যে প্রায় সবগুলো ক্লাবে খেলেছে একাধিক ভালমানের বিদেশী খেলোয়াড়। ঘরোয়া লীগগুলোতে বিদেশী খেলোয়াড়দের এই অংশগ্রহণকে ইতিবাচক মনে করছেন টিটি খেলোয়াড়রা। জাতীয় টিটি দলের সাবেক কোচ মোহম্মদ আলী বলেন, ‘শুধু দক্ষতা বাড়ালেই চলবে না, সফলতা পেতে দরকার সঠিক পরিকল্পনা। আর সে জন্য প্রয়োজন ভালমানের কোচ।’ এদিকে টিটি ফেডারেশন জানিয়েছেÑ খুব শীঘ্রই জাতীয় দলে যোগ দেবেন বিদেশী কোচ।
×