ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সময় বাড়ছে না প্রিমিয়ার হকির দলবদলের

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মার্চ ২০১৮

সময় বাড়ছে না প্রিমিয়ার হকির দলবদলের

স্পোর্টস রিপোর্টার ॥ চারটি ক্লাবের আবেদনের পরও সময় বাড়ছে না প্রিমিয়ার লীগ হকির দলবদলের। ২৭-২৯ মার্চ পর্যন্ত নির্ধারিত তারিখেই হবে দলবদল। জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। সঙ্গে কোন ক্লাব যদি দলবদলে অংশ না নেয় তবে তাদের প্রথম বিভাগে নামিয়ে দেয়া হবেÑ এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সঙ্গে আরও জানান দেশের হকির স্বার্থে যে কোন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। প্রথমবার এশিয়া কাপের পর এরপর গত বছরের ডিসেম্বরে আর সর্বশেষ ফেব্রুয়ারিতেই দুই দফা পিছিয়েছে প্রিমিয়ার লীগ হকির দলবদলের তারিখ। পরে ক্লাবগুলোর সম্মতিতেই তা নির্ধারিত হয় চলতি মাসের ২৭ থেকে ২৯ তারিখ। তারপরও সময়-স্বল্পতার কারণ দেখিয়ে প্রিমিয়ার লীগের দলবদলের তারিখ আরও ২৫ দিন পেছানোর দাবি জানিয়েছে মোহামেডানসহ ৪টি ক্লাব। তবে এই দাবির প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে বাহফে। সাধারণ সম্পাদকের সাফ জবাবÑ নির্ধারিত সময়েই হবে দলবদল। সঙ্গে কোন ক্লাব যদি ফেডারেশনের বিপক্ষে গিয়ে প্রিমিয়ার লীগে অংশ না নেয় তবে তাদের দেয়া হবে কঠিন শাস্তি। এই শাস্তিটা হতে পারে রেলিগেশনও। ফেডারেশনের জিরো টলারেন্সের কারণটা ব্যাখ্যাও করেন আব্দুস সাদেক। যেখানে ফুটে উঠেছে দেশের হকির আসল চিত্রটাই। আবদুস সাদেক আরও বলেন, ‘এই বছর আমরা হকি ফেডারেশনের গভর্নিং বডি থেকে সিদ্ধান্ত দিয়েছিলাম, এই তারিখে দলবদল শুরু হবে। মোহামেডান, ওয়ারী এবং বাংলাদেশ স্পোর্টিংÑ এই তিনটা টিম আগেও তো খেলেনি একবার। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে ঊষা।’ অবশ্য ক্লাব হকিতে হতাশার গল্প থাকলেও আশার আলো দেখা যাচ্ছে জাতীয় দলের খেলায়। ওমানের কাছে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে হার থেকে শিক্ষা নিয়ে মূলপর্বের আগে প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। মালয়েশিয়াতে করা হবে ১৫ দিনের ক্যাম্প। র‌্যাঙ্কিংয়ের ওপরের দেশের সঙ্গে খেলা হবে একাধিক প্রস্তুতি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে এশিয়ান গেমসের মূলপর্বকে সামনে রেখে মে’র প্রথম সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে জাতীয় দল।
×