ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনেই দেরাদুনে আফগানদের সঙ্গে ওয়ানডে খেলবে টাইগাররা

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মার্চ ২০১৮

জুনেই দেরাদুনে আফগানদের সঙ্গে ওয়ানডে খেলবে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ১৪ জুন আফগান ক্রিকেটের জন্য ঐতিহাসিক দিন। ওইদিনই টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে পা পড়বে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে নামবেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। তার আগে অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই ভারতের দেরাদুনে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে খেলবে আফগানিস্তান। বিষয়টা এখন মোটামুটি নিশ্চিত, ‘আমরা আফগান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পেয়েছি। ভেন্যু ভারতের দেরাদুন এবং সময়কাল জুনের প্রথম সপ্তাহে।’ বুধবার সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। তিনি আরও জানান, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিজ খেলতে রাজি। তবে এ বিষয়ে এখনও আলোচনা চলছে। সিরিজ এবং সূচী নিশ্চিত নয়।’ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান কিংবা এফটিপিতে নেই এই সিরিজটি। আবার মে-জুনে বাংলাদেশের হাতে অখ অবসর। সেই সুযোগটা নিতে চায় আফগানিস্তান। তাদের ইচ্ছা, বাংলাদেশের বিপক্ষে একটি ওযানডে সিরিজ খেলার। তবে সেটা বাংলাদেশে এসে নয়, ভারতের মাটিতে। মাস দুয়েক আগে থেকেই এ নিয়ে গুঞ্জন চলছিল। সেটি সত্যি বলে জানা গেল এবার।
×