ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন বাস্কেটবল

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মার্চ ২০১৮

ওয়ালটন বাস্কেটবল

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলো অংশ নেয়। তাদের দাপটে জেলা ও বিভাগীয় দলগুলো খুব একটা সুবিধা করতে পারে না। তাই জেলা ও বিভাগীয় দলগুলোর স্বতন্ত্র প্রতিযোগিতার আবদার ও আক্ষেপ বহুদিনের। এবার তাদের সেই আবদার মেটাতে শুরু হচ্ছে ‘ওয়ালটন আন্তঃজেলা ও আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা’। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম। আর হসপিটালিটি পার্টনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ.কে সরকারসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয় এই আসরে ছয়টি দল অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলগুলো হল : ঢাকা, খুলনা, যশোর, রাজশাহী, চট্টগ্রাম ও চাঁদপুর। প্রত্যেকটি দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও শর্টস দেয়া হবে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন দল ৩০ হাজার ও রানার্সআপ দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×