ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে দলের সঙ্গে অনুশীলনে মেসি

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মার্চ ২০১৮

ইংল্যান্ডে দলের সঙ্গে অনুশীলনে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে লিওনেল মেসি এখন ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন খুদে জাদুকর। ইতালির বিরুদ্ধে শুক্রবার ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লড়বে আর্জেন্টিনা। ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিতে অনুশীলন করছে আর্জেন্টিনা। সেখানেই প্রস্তুতিমূলক প্রদর্শনী ম্যাচ খেলবে ইস্টল্যান্ডে। মঙ্গলবার বার্সিলোনা তারকা আর্জেন্টাইন স্কোয়াডভুক্ত সতীর্থদের সঙ্গে যুক্ত হন। ওইদিন বিকেলে দলটি মিডিয়ার সামনে উন্মুক্ত অনুশীলনে অংশ নেয়। এ সময় সিটি স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো দলের সঙ্গে উপস্থিত থাকলেও তিনি অনুশীলন করেননি। হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনেই বসে ছিলেন। দলীয় অনুশীলনে যোগ দেয়া উল্লেখযোগ্য আর্জেন্টাইন তারকাদের মধ্যে ছিলেন সিটির আরেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো হিগুয়াইন, এ্যাঞ্জেল ডি মারিয়া, জ্যাভিয়ার মাশ্চেরানো ও মার্কোস রোহো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক খবরে জানা গেছে, মেসির এক পূর্বপুরুষ ইতালির বাসিন্দা ছিলেন। ১৮৮৩ সালে তিনি আর্জেন্টিনার রোজারিওতে চলে যান। ইতালি কখনও মেসিকে নিজেদের দলে খেলাতে চায়নি। কিন্তু স্পেন মেসিকে পেতে শুরুতে অনেক চেষ্টা করেছিল। আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সিলোনা ক্লাবে সেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন মেসি। দেশটির নাগরিকত্বও পেয়েছেন। ২০০৪ সালে মেসি আর্জেন্টিনা অনুর্ধ-২০ দলের হয়ে মাঠে নামেন। প্যারাগুয়ে এবং উরুগুয়ের বিপক্ষে দুই ম্যাচে তিন গোল করেন। পরের ১৬ ম্যাচে ১১টি গোল করেন। এরপর অনুর্ধ-২৩ দলে ডাক পান। সেই সময় স্পেন থেকে মেসিকে তাদের দলে খেলতে বলা হয়। ‘ছেলেবেলা থেকেই আমি আর্জেন্টিনায় খেলতে চেয়েছি,’ নিজের বই ‘মেসি দ্য প্যাট্রিয়টে’ লিখেছেন কিংবদন্তি ফুটবলার। মেসি আরও বলেন, আমাকে স্পেন থেকেও বলা হয়েছিল তাদের হয়ে খেলব কি না। কিন্তু আমি সবসময় আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামতে চেয়েছি। এদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হল্যান্ড ও ইতালির বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন প্রীতি ম্যাচ খেলতে পারছেন না সাউদাম্পটনের লেফটব্যাক রায়ান বারট্র্যান্ড। ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এফএ জানায়, পিঠের ইনজুরিটি ফের পরখ করার জন্য রায়ান বারট্র্যান্ডকে তার ক্লাবে ফেরত পাঠানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে তাকে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার হল্যান্ডের বিপক্ষে ম্যাচে অংশ নিতে ওয়েম্বলি যাবে কোচ গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আগামী ২৭ মার্চ একই ভেন্যুতে ইংলিশরা খেলবে বিশ্বকাপ থেকে বাদ পড়া ইতালির বিপক্ষে।
×