ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিসা পেলেই ভারতে উড়াল সাবিনা-কৃষ্ণার

প্রকাশিত: ০৬:৪১, ২২ মার্চ ২০১৮

ভিসা পেলেই ভারতে উড়াল সাবিনা-কৃষ্ণার

স্পোর্টস রিপোর্টার ॥ যাই যাই করেও ভারতে উড়াল দেয়া হচ্ছে না সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকারের। কারণ ভিসাপ্রাপ্তিতে বিলম্ব। গত ১৫ মার্চেই তাদের যোগ দেয়ার কথা ছিল ভারতীয় ক্লাব সেথু এফসিতে। ২৫ মার্চ থেকে তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান উইমেন্স লীগে খেলার কথা জাতীয় ও অ-১৬ দলের দুই অধিনায়ক সাবিনা-কৃষ্ণার। ওখানে তারা অবস্থান করবেন এপ্রিল পর্যন্ত। প্রতিটি দলে খেলতে পারবে কমপক্ষে তিন বিদেশী খেলোয়াড়। যদিও এখনও খেলার সূচী জানাতে পারেনি বাফুফে। গতকাল বুধবার পর্যন্ত ভারতীয় ভিসা পাননি সাবিনা-কৃষ্ণা। অথচ তাদের দলের প্রথম ম্যাচ ২৬ মার্চ। জানা গেছেÑ সাবিনা-কৃষ্ণাকে নিয়ে সেথু এফসির ক্লাব কর্মকর্তারাও আছেন মহা টেনশনে। গত ৭ মার্চ ভিসার জন্য আবেদন করেন সাবিনা-কৃষ্ণা। ১৩ মার্চ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে চিঠি দেয়া হয় ঢাকায় ভারতীয় হাইকমিশনকে। অথচ তারপর এখনও ভিসা না হওয়াটা রহস্যজনকই বটে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘যতদূর জানি বুধবারও ওদের ভিসা হয়নি। তবে আশা করছি বৃহস্পতিবারই হয়ে যেতে পারে। আগে ভাগে যেতে পারলে ওরা ওখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারতো। অবশ্য এখানেও ওরা নিয়মিত অনুশীলন করছে, এটাও মন্দ নয়।’ ৭ দল নিয়ে ভারতের উইমেন্স লীগটি হবে শিলংয়ে। তামিলনাড়ুর ক্লাব সেথু এফসি তাদের বিদেশী কোটায় নিবন্ধন করিয়েছে বাংলাদেশের এ দুই তারকা ফুটবলারকে। সাবিনাদের খেলা ২৬, ২৮, ৩১ মার্চ এবং ২, ৬ ও ৮ এপ্রিল। এর আগে সাবিনা খাতুন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলেছেন বিদেশে। দুই দুইবার মালদ্বীপে ঘরোয়া আসরে খেলে কাঁপিয়েছেন প্রতিপক্ষের জাল। সেখানে গোল করেছেন মুড়িমুড়কির মতো। এবার ভারতে তার সঙ্গী হচ্ছেন জাতীয় দলের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। অনুর্ধ-১৬ দলের অধিনায়কের জন্য হবে এটা নতুন অভিজ্ঞতা। এখন দেখার বিষয়, আজ ভিসা সমস্যার সমাধান হয় কি না সাবিনা-কৃষ্ণার।
×