ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুফা কাটাতে জার্সি বদল আর্জেন্টিনার!

প্রকাশিত: ০৬:৪১, ২২ মার্চ ২০১৮

কুফা কাটাতে জার্সি বদল আর্জেন্টিনার!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আকাক্সিক্ষত ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বেশি সময় বাকি নেই। মাত্র ৮৪ দিন পরই রাশিয়ায় পর্দা উঠবে ২১তম ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে অংশগ্রহণকারী ৩২টি দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মাঝে দলগুলোর এ্যাওয়ে ম্যাচের জার্সি চূড়ান্ত হয়ে গেছে। এবার নাকি ভাগ্য বদল করতে জার্সি পরিবর্তন করছে আর্জেন্টিনা। আকাশী সাদা (হোম) জার্সি আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে পরছে। আলবিসেলেস্টেরা যত ম্যাচে এ জার্সি পরে খেলেছেন বেশিরভাগ ম্যাচে জয়ের মুখ দেখেছে। পক্ষান্তরে নীল (এ্যাওয়ে) জার্সি পরে ম্যাচগুলোতে তুলনামূলক হারতে হয়েছে দলটিকে। যার কারণে এ জার্সিকে অনেকেই ‘কুফা’ বলে অবহিত করে থাকেন। বিশেষ করে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনা কোচ থাকাকালীন কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় দক্ষিণ আমেরিকার দলটি। আবার একই জার্সি পরে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জামার্নির বিপক্ষে শিরোপার কাছে গিয়েও ফসকে যায়। এ দুই ম্যাচেই নীল জার্সি পরে খেলে লিওনেল মেসির দল। এরই মধ্যে দলগুলো যেভাবে পারছে নিজেদের তৈরি করে নিচ্ছে। শুক্রবার নিজেদের ঝালিয়ে নেবার ম্যাচে আর্জেন্টিনা খেলবে মূলপর্বে জায়গা না পাওয়া ইতালির বিপক্ষে। তবে এর আগে নিজেদের এ্যাওয়ে ম্যাচের জার্সি উন্মোচন করেছে দলগুলো। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ্যাডিডাস নয়টি দেশের জার্সি উন্মোচন করেছে। ইতিহাসে কখনও যা দেখা যায়নি এবার তাই দেখা যাবে রাশিয়া বিশ্বকাপে। গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি মেসির। ওই ম্যাচে নীল জার্সিতে মাঠে ছিলেন মেসি-হিগুয়াইনরা। এবার সেই এ্যাওয়ে জার্সি পাল্টে প্রথমবারের মতো মেসিরা মাঠে নামবে কালো রঙের জার্সি পরে। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ্যাডিডাস সেই ছবি টুইটারে পোস্টও করেছে। তবে মূল জার্সি থাকবে চিরচেনা আকাশী সাদা। এই জার্সির সঙ্গে আর্জেন্টিনার অনেক ইতিহাস জড়িত। ম্যারাডোনা ১৯৮৬’র বিশ্বকাপে এই জার্সি পরেই মাঠ মাতিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিলেন। ওই জার্সিতে খেলে গেছেন বাতিস্তুতার মতো তারকারাও। জার্মানির জার্সিতে থাকছে সবুজাভ যা ১৯৯০ বিশ্বকাপ সেমিফাইনালের জার্সির আদলে তৈরি। আশির দশকের শেষদিকের আদলে স্পেনের এ্যাওয়ে জার্সি সাদা-নীল। রোনাল্ডো অবশ্য লাল জার্সি পরেই পোজ দিয়েছেন। নাইকির ডিজাইনকৃত এ জার্সির পেছনে সোনালি রঙে লেখা থাকবে জার্সি নম্বর ও খেলোয়াড়ের নাম। ২০১৬ ইউরো জয়কে স্মরণীয় করে রাখতেই এই সোনালি রং। কলম্বিয়ার ‘এ্যাওয়ে জার্সি’ নীল রঙের। স্পেনের ‘এ্যাওয়ে জার্সি’ ছাই রঙের এবং কাঁধের ওপর লাল রঙের তিনটি রেখা। এছাড়া রাশিয়া, বেলজিয়াম, সুইডেন, মেক্সিকো, কলম্বিয়া ও জাপানের এ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়েছে। এদিকে নাইকির জার্সিতে খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। উন্মোচন করা হয়েছে সেই জার্সিও। নতুন জার্সি পরে পোজ দিয়েছেন বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা। এর মধ্যে আছেন মেসি, রোনাল্ডো, টনি ক্রুস।
×