ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাগিতোভার চোখ এবার মিলানে

প্রকাশিত: ০৬:৪১, ২২ মার্চ ২০১৮

জাগিতোভার চোখ এবার মিলানে

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকনিষ্ঠ এ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জিতে শীতকালীন অলিম্পিকেই চমকে দিয়েছিলেন এলিনা জাগিতোভা। পিয়ংচ্যাংয়ে স্বর্ণপদক জয়ের চার সপ্তাহ পর নতুন মিশনে নামছেন রাশিয়ান স্কেটার। বুধবার থেকে মিলানে শুরু হওয়া বিশ্বচ্যাম্পিয়নশিপেও নিজেকে মেলে ধরতে চান ১৫ বছরের এই তরুণী। বিশ্বচ্যাম্পিয়নশিপে বুধবার থেকেই শুরু হবে শর্ট প্রোগ্রাম। এই টুর্নামেন্টে নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ান স্কেটার। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নতুন বিশ্ব রেকর্ড গড়তে চাই আমি। সে জন্য আমার পারফর্মেন্সের আরও উন্নতি করতে চাই। তবে মিলানে আমার প্রধান লক্ষ্যই হলো স্বচ্ছ স্কেটিং সেই সঙ্গে নজর থাকবে ভাল ফলাফলেও।’ শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিংয়ের মহিলা এককে রোমাঞ্চকর পারফর্মেন্স উপহার দিয়েই স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন জাগিতোভা। সেই সঙ্গে ১৯৯৮ সালের পর সবচেয়ে কম বয়সী স্কেটার হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ডও গড়েন ১৫ বছরের এই রাশিয়ান তারকা। তার সামনে এবার নতুন মাইলফলকের হাতছানি। ২৬ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকের পরের মাসেই বিশ্বচ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ের হাতছানি। তার আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিস্টি ইয়ামাগুচি। তাও আবার ১৯৯২ সালে। মিলানে স্বর্ণপদক জয়ের পথটা অবশ্য এবার খুব সহজ হয়ে যাবে জাগিতোভার জন্য। কারণ মিলানের বিশ্বচ্যাম্পিয়নশিপে মধ্যপ্রাচ্যের অনেক এ্যাথলেটই খেলছেন না। পিয়ংচ্যাংয়ে অংশ নেয়া অনেক এ্যাথলেটও থাকছেন না এই ইভেন্টে। খেলছেন না এভজেনিয়া মেদভেদেভাও। মূলত ইনজুরির কারণেই মিলানে খেলছেন না তিনি। মেদভেদেভার সঙ্গে একত্রেই অনুশীলন করেন এলিনা জাগিতোভা। বয়সে তিন বছরের ছোট। কিন্তু এই জাগিতোভার কাছেই শীতকালীন অলিম্পিকে হার মানেন মেদভেদেভা। অথচ গত দুই বছর এই ইভেন্টে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন মেদভেদেভা। শুধু তাই নয়, গত দুই বছরের মধ্যে এবারই প্রথমবার হারলেন রাশিয়ার এই তারকা স্কেটার। মিলানে জাগিতোভার স্বর্ণপদক জয়ের পথে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে সামনে দাঁড়াতে পারেন শীতকালীন অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী কায়েটলিন ওসমোন্ড এবং সাবেক রৌপ্যপদক জয়ী জাপানী স্কেটার সাতোকো মিয়াহারা। রাশান চ্যালেঞ্জ হিসেবে দেখা যাবে ক্যারোলিনা কোস্টনারকেও। যিনি দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে চতুর্থ হয়েছিলেন। ক্যারোলিনা এবার ১৪ বারের মতো বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন। ৩১ বছর বয়সী এই তারকা স্কেটার তার সুদীর্ঘ ক্যারিয়ারে ছয়টি পদক জিতেছেন। ২০১২ সালে স্বর্ণপদক জয়েরও স্বাদ পেয়েছিলেন তিনি। ২০০৭ সালে প্রথমবারের মতো ইউরোপের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান ক্যারোলিনা কোস্টনার। সে সময়ে জাগিতোভার বয়স ছিল মাত্র চার বছর। কিন্তু সেই জাগিতোভাই এবার চমকে দিলেন শীতকালীন অলিম্পিকে। রাশিয়ান তারকা জাগিতোভা যেখানে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন সেখানে ক্যারোলিনা কোস্টনার টুর্নামেন্ট শেষ করেছেন চতুর্থ হয়ে শূন্য হাতে। মিলানের বিশ্বচ্যাম্পিয়নশিপে এবার খেলছেন না জাপানের তারকা স্কেটার ইউজুরু হানুয়ুও। মূলত চোটের কারণেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি।
×