ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৬, ২২ মার্চ ২০১৮

টুকরো খবর

মাদকবিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে সচেতনতামূলক এ সমাবেশে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডিডিএলজি জহিরুল ইসলাম। সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ সভায় আরও বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র ম-ল, এডিএসপি মাহফুজ আফজাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ শরীয়তউল্লাহ, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখি, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, সরদার শুকুর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য প্রচ- ক্ষতিকর। সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপনজন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ মার্চ ॥ গাইবান্ধা শিশু আদালতের বিচারক এম আলী আহমেদ এক স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে বুধবার মিজানুর রহমান (২৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মরুয়াদহ গ্রামের আব্দুল মতিনের ছেলে। উল্লেখ্য, ২০১৩ সালে ওই যুবক প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করলে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২১ মার্চ ॥ ভালুকায় বুধবার সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিন হাজার রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। উপজেলার বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে ডাঃ কেবিএম হাদিউজ্জামান সেলিমের উদ্যোগে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেন করা হয়। স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় ৬০ ডাক্তারের একটি মেডিক্যাল টিম অংশ নেয়। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১০ জন নার্সসহ আরও দশজন ডাক্তারদের সহকারী হিসেবে এ ক্যাম্পে অংশ নেয়। ট্রেনে কেটে দুইজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কুরমান আলী (৬৩)। পুঠিয়ার আমকুমর গ্রামে তার বাড়ি। নিহত আরেক ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে রাজশাহী থেকে পার্বতীপুরগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি বেলপুকুর রেলক্রসিং অতিক্রম করার সময় যথারীতি গেটবার ফেলা হয়। কিন্তু বৃদ্ধ কুরমান তা খেয়াল না করে রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু ট্রেন চলে এলেও শেষ পর্যন্ত তাদের দুজনের কেউই রেললাইন থেকে সরে যেতে পারেননি। এতে তারা ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে বুধবার ট্রেনে কাটা পড়ে এক নারী ভিক্ষুক মারা গেছে। আনুমানিক ৩০ বছর বয়সের ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল আলম ও কাওরাইদ স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ রেলওয়ে রুটে শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে বুধবার সকাল ৯টার দিকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের দুই বগির মাঝে উঠছিল। এসময় ট্রেনটি ছেড়ে দিলে সে নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পদ্মায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মা নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শহরের ওপারে চরখিদিরপুর এলাকায় লাশটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা উদ্ধার করে। নিহত কলেজছাত্রের নাম আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময়। রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল সে। মৃন্ময়ের বাড়ি চুয়াডাঙ্গায়। নগরীর একটি ছাত্রাবাস থেকে পড়াশোনা করত সে। গত রবিবার দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মায় নৌকা ভ্রমণে গিয়েছিল সে। এরপর নৌকায় সেলফি তুলতে গিয়ে সে পানিতে পড়ে যায়। ২০ স্বর্ণের বার জব্দ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচারকালে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য প্রায় ৭৭ লাখ ১৬ হাজার টাকা। বুধবার সকালে সাদীপুর সীমান্তের মাঠ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠে অভিযান চালায়। উক্ত স্থানে স্বর্ণ হস্তান্তরের সময় বিজিবি ধাওয়া দিলে দুই পাচারকারী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটটি ক্যাম্পে এনে তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। অন্যদিকে সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ১ হাজার ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে সীমান্তের দৌলতপুর বালুর মাঠ এলাকা থেকে ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের শার্শা উপজেলায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ আরিকুল ইসলাম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। বুধবার ভোরে শার্শা উপজেলার চটকাপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক। যশোর ডিবি পুলিশ জানান, আরিকুল নিজ বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদে ডিবির পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আরিকুল পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। গ্যাস সিলিন্ডারে আগুন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সদরের রামপাল জোড়ারদেউলে এলাকায় গ্যাস সংযোগের পাইপ ছিদ্র হয়ে আগুন জ্বলে উঠে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন বাড়তে থাকলে গ্যাসের কোম্পানিকে জানানো হলে তারা এসে আগুন বন্ধ করে ক্ষত সিলিন্ডার মেরামত করেন। সাইক্লিং প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা, ২১ মার্চ ॥ নি¤œ আয়ের দেশে থেকে নি¤œ-মধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে বুধবার নেত্রকোনায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী’ এ প্রতিযোগিতার আয়োজন করে। বিকাল তিনটায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের সামনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন। তারপর বালুয়াকান্দা-নেত্রকোনা সড়ক হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে প্রতিযোগিতা শেষ হয়। ১০ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কাজী ছহুল আহমেদ প্রমুখ। ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ, ২১ মার্চ ॥ হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নী গ্রামের স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি রাজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন পাশ^বর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার কন্দোরপদিয়া গ্রামের ইমারুল হোসেনের ছেলে। পুলিশ জানান, বুধবার ভোরে তাকে ঢাকা সাভারের জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
×