ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী নির্মূলে ইমাম সম্মেলন

প্রকাশিত: ০৬:২৬, ২২ মার্চ ২০১৮

জঙ্গী নির্মূলে ইমাম সম্মেলন

নিজস্ব সংবাদদাতা নওগাঁ, ২১ মার্চ ॥ বুধবার বিকেল সাড়ে ৪টায় সাপাহারে জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূলে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, সমাজে শান্তি স্থাপনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্ব অপরিসীম। তারাই পারেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে। আর সেজন্যই বঙ্গবন্ধু ইসলামকে প্রাধান্য দিয়ে স্বাধীনতার পরপরই দেশে ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন সাপাহার-পোরশা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের উদ্বুদ্ধকরণে বাল্যবিবাহ রোধ, মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের নিয়ে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হওয়ায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা শিল্পকলা একাডেমি। প্রতিযোগিতা শেষে চিত্রাঙ্কনের দুই গ্রুপে ৩ জন করে ৬ জন এবং বঙ্গবন্ধুর ভাষণে তিন গ্রুপে ৩ জন করে ৯ জনকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা (কালচারাল অফিসার) খন্দকার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ।
×