ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:২৫, ২২ মার্চ ২০১৮

কেরানীগঞ্জে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ, ২১ মার্চ ॥ আগানগর থানা ঘাট এলাকায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আগুনে পুড়ে হাবিবুল্লাহ (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদরঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, পুড়ে যাওয়া ঘরগুলোতে বাঁশ, কাঠ, মেটাল, ইলেক্ট্রনিকসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সৈয়দপুর স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে ১৩টি পরিবারের ৪৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু ও শতাধিক হাঁস-মুরগি। বুধবার সকালের এই অগ্নিকা-ে অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের আনোয়ার হোসেনের গোয়ালঘরের জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনোয়ার হোসেনসহ ওই গ্রামের ১৩টি পরিবারের ৪৫টি বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল, টাকা, স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরুসহ শতাধিক হাঁস-মুরগি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
×