ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি

প্রকাশিত: ০৬:২৫, ২২ মার্চ ২০১৮

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা শাখা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রাতন, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাইমুল হাসান জুয়েল, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আবদুল ওয়াহেদ, জাতীয় গার্মেন্টস দর্জি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রফিক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব বুলবুল ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ। ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সদ্য বহিষ্কৃত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌর এলাকার তেতৈয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউর রহমান পৌর এলাকার তেতৈয়া গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। পুলিশ জানান, গত মাসে এক নারী আতাউর রহমান বাবুকে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। নান্দাইল সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রামবাসী মঞ্জুরুল ইসলাম (৩৫) নামের নিপীড়নকারীকে পুলিশের হাতে সোপর্দ করে। জানা যায়, উপজেলার একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে কিশোরী মেয়েটি। বুধবার শারীরিক অসুস্থতার কারণে শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে চ-ীপাশা ইউনিয়নে ধুরুয়া এলাকার নদীর পারে এলে ছাত্রীটির পথরোধ করে। এ সময় রাস্তা থেকে মেয়েটিকে তুলে নিয়ে নির্যাতনের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। গ্রামের লোকজন মঞ্জরুল ইসলামকে ঘটনাস্থলের পাশে একটি ঘরে নিয়ে আটকে রাখে।
×