ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাবঞ্চিত এলাকায় প্রাইমারী স্কুল উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৪, ২২ মার্চ ২০১৮

শিক্ষাবঞ্চিত এলাকায় প্রাইমারী স্কুল উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ শিক্ষাবঞ্চিত এলাকা সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কুঁড়েরপাড় রমিজউদ্দিন প্রধান প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিদ্যালয়টির উদ্বোধন করেন। সংসদ সদস্য কামরুল আশরাফ খান (পোটন) প্রধান অতিথি এবং তারই বড় ভাই পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ডাঃ আনোয়ার আশরাফ খান দিলীপ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগ নরসিংদীর উপ-পরিচালক (উপসচিব) ড. এটিএম মাহবুবুল করিম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, শীলমান্দি ইউপি চেয়ারম্যান আবদুল বাকির, স্কুলের জমিদাতা মোঃ হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুল আশরাফ খান (পোটন) এমপি বলেন, মার্চ মাস বিজয়ের মাস, এ মাসেই জাতির জনক জন্মগ্রহণ করেছিলেন, এ মাসেই বিদ্যালয়টি উদ্বোধন করা হয়েছে। মাত্র ৪২ দিনে ৩৩ শতাংশ জমির ওপর একটি বিদ্যালয় নির্মাণ করা এবং উদ্বোধন করা সহজ ব্যাপার না হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। তিনি বলেন, শিক্ষাবঞ্চিত এ এলাকায় নির্মিত বিদ্যালয়টি এম.পিওভুক্তসহ বিদ্যালয়ের পাশে আরেকটি হাইস্কুল নির্মাণের ঘোষণা দেন তিনি। নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচীর ৯৬ বস্তা চাল উদ্ধার সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২১ মার্চ ॥ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে সরকারীভাবে বরাদ্দ দেয়া চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ৯৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন। এ ঘটনায় খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক বাদী হয়ে নান্দাইল মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। কালোবাজারে চাল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে বুধবার দুপুরে নান্দাইল ইউনিয়নের ঝালুয়া বাজারে অভিযানে যান নির্বাহী কর্মকর্তা। এ সময় বাজারের পাশে স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়ার ছোট ভাই আল আমিনের দোকান থেকে ৩৯ বস্তা চাল উদ্ধার করা হয়। অপরদিকে মঙ্গলবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে ৫৭ বস্তা চাল উদ্ধার করেন নির্বাহী অফিসার। ইউপি সদস্য শহীদ মিয়ার সহযোগিতায় ডিলার এনামুল হক চাল কালোবাজারে বিক্রি করার সময় স্থানীয় জনতা চালগুলো আটক করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৯৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
×