ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে মাদ্রাসার অধ্যক্ষকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৬:২৪, ২২ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে মাদ্রাসার অধ্যক্ষকে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ মার্চ ॥ রামগঞ্জে ফতেহপুর জিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করলেন রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান মাসুদ। বুধবার সকালে মোবাইল ফোনে ডেকে নিয়ে নিজ বাসায় একটি কক্ষের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে মাসুদের বিরুদ্ধে। এ সময় পদত্যাগ করার জন্য খালি স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় মাসুদ। মারধরের পর ছাত্রলীগের সাবেক এ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সঙ্গে করে মাদ্রাসায় পৌঁছলে সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে সিএনজি যোগে স্থানীয় ফেমাস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। জানা গেছে, নিয়ম অনুযায়ী সভাপতির স্বাক্ষর নিয়ে শিক্ষকদের মাসিক বিল উঠাতে হয়। তারই ধারাবাহিকতায় স্বাক্ষরের জন্য বিভিন্ন সময় বলা হলেও স্বাক্ষর দেননি সভাপতি মাসুদ। বুধবার সকালে মোবাইল ফোনে অধ্যক্ষ আজাদকে বিল নিয়ে নিজ বাসায় যাওয়ার জন্য বলেন তিনি, অধ্যক্ষ আজাদ মাদ্রাসার অফিস সহকারী নুর হোসেনকে সঙ্গে নিয়ে মাদ্রাসার পাশেই মাসুদের বাসায় যায়। বিলে স্বাক্ষর দিয়ে অফিস সহকারীকে পাঠিয়ে দেয় এবং অধ্যক্ষকে বাসার একটি কক্ষে আটকিয়ে বেধম মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে মাসুদ নিজেই অধ্যক্ষকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। শিক্ষকরা বলেন, সভাপতি মাসুদের হাতে লাঞ্ছিতের ঘটনা বলতে গিয়ে জ্ঞান হারিয়ে পেলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এর আগেও একাধিকবার শিক্ষকদের লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ শিক্ষকদের।
×