ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

প্রকৌশলীসহ নিহত আট

প্রকাশিত: ০৬:২৩, ২২ মার্চ ২০১৮

প্রকৌশলীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ বুধবার সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বাহুবলে অটোরিক্সা চালক ও যাত্রী এবং মাধবপুরে বিদ্যুত প্রকৌশলী, নওগাঁয় ভটভটি চালক, রাজশাহীতে সাইকেলচালক, নান্দাইলে ছাত্রদল নেতা, ফরিদপুরে আরোহী ও রূপগঞ্জে পথচারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। হবিগঞ্জ বুধবার ভোরে বহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অটোরিক্সা সংর্ঘষে নিহত হয়েছেন অন্তত ২ জন। নিহতরা হলেন, ওই উপজেলাধীন শঙ্করপুর গ্রামের বাসিন্দা তুলা মিয়ার পুত্র অটোরিক্সা চালক ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার পুত্র অটোরিক্সা যাত্রী নূর আলী (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অটোরিক্সা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার একটি সিএনজি স্টেশনের উদ্দেশে রওনা হন। রিক্সাটি দয়াল ব্রিকসের নিকট পৌঁছলে ঢাকা টু সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ফরহাদ ও নূর মারা যান। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওই স্থানে ব্যারিকেড দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে ক্ষুব্ধ শত শত জনতা। ফলে উভয় দিক থেকে আসা ছোট-বড় যানবাহন আটকাপড়ে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। মাধবপুর, হবিগঞ্জ শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া (৪০) ট্রাকচাপায় নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ বড়ুয়ার ছেলে। পুলিশ জানান, বুধবার সকাল ৮টার দিকে ৮৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যুত কেন্দ্রে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অনুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। নওগাঁ বুধবার দুপুরে মান্দায় খড়ি বোঝাই ভটভটি উল্টে হারুন অর রশিদ (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটের অদূরে নির্মাণাধীন শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভটভটির চালক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা সম্প্রসারণ কাজের জন্য মহাসড়কের দুই ধারের গাছ কাটার কাজ চলছে। কর্তনকৃত গাছের খড়ি নিহত হারুন অর রশিদ ভটভটিতে তুলে দেলুয়াবাড়ি যাওয়ার পথে উল্লেখিত স্থানে ট্রায়ার ব্লাস্ট হয়ে রাস্তার পাশে উল্টে যায় তার ভটভটিটি। এতে চালক হারুন খড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী তানোর উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নূর আলী (৫৫)। বুধবার সকালে উপজেলার বুরুজ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নূর আলী উপজেলার লসিরামপুর গ্রামের মৃত আশিকুল্লাহর ছেলে। তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, নিহত নূর আলী পেশায় পান ব্যবসায়ী ছিলেন। সকালে তিনি বাইসাইকেল চালিয়ে মোহনপুর উপজেলায় পান কিনতে যাচ্ছিলেন। পথে বুরুজ গ্রামে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নূর। নান্দাইল, ময়মনসিংহ রাস্তার পাশে দাঁড়ানো টমটমকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত ব্যক্তি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর এলাকার দশালিয়া গ্রামের মৃত মঞ্জুরুল হক মেম্বারের পুত্র মামুনুর রশিদ মামুন (২৮)। মঙ্গলবার রাতে বাড়ি থেকে চ-ীপাশা এলাকার ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার পথে দশালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় মামুন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ফরিদপুর ফরিদপুরে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিজন সরকার (২৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার বেলা ৯টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। বিজন সরকার ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের সীতেশ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে কৃষ্ণনগর থেকে ফরিদপুর যাচ্ছিল বিজন। ঘটনাস্থলে কানাইপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। রূপগঞ্জ বাসের ধাক্কায় নুরুল আমিন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের গোলাকান্দাইলের রবিনটেক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন রাজধানীর ডেমরা তামুরাবাদ এলাকার মুসলিম বেপারীর ছেলে।
×