ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে চারপাশ জেনে নিজেকে গড়ে তুলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:২২, ২২ মার্চ ২০১৮

শিক্ষার্থীকে চারপাশ জেনে নিজেকে গড়ে তুলতে হবে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, উন্নত বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সৃজনশীল শিক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তাই শুধু ক্লাসরুমের শিক্ষাই যথেষ্ট নয়। প্রত্যেক শিক্ষার্থীকে জীবনের চারপাশকে জেনে সেখান থেকে নিজেকে গড়ে তুলতে হবে। বুধবার সকালে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্ম দিয়ে আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলছি এবং তারা বিশ্বমানের শিক্ষা পাচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শরীরিক ও মানসিক বিকাশে খোলাধুলায় মনোযোগ দেয়ার কথা বলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ চরম দরিদ্র দেশ থেকে বের হয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ অর্জনকে ধরে রাখার জন্য শিক্ষামন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে পুনরায় বিজয়ী করার আহ্বান করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, স্থানীয় এমপি জেবুন্নেসা আফরোজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব আলমগীর হোসেন প্রমুখ। শরীয়তপুর-৩ আসন পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২১ মার্চ ॥ শরীয়তপুর-৩ আসন পুনর্বহালের দাবিতে বুধবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে ৫০৯৪১০০১৩ ভেদরগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে শরীয়তপুর-৩ আসনের সঙ্গে পুনর্বহালের ৫০৯৪১০০১৩ দাবিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ভেদরগঞ্জ উপজেলাকে অখ-িত রেখে শরীয়তপুর-৩ আসন পুনর্বহাল না করা হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।
×