ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বয়লারের ছাইয়ে পড়ে দগ্ধ সাংবাদিকের মেয়ে

প্রকাশিত: ০৬:২২, ২২ মার্চ ২০১৮

নওগাঁয় বয়লারের ছাইয়ে পড়ে দগ্ধ সাংবাদিকের মেয়ে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ মার্চ ॥ মহাদেবপুরে লোকালয়ে রাস্তার পাশে সম্পূর্ণ বেআইনীভাবে ফেলে রাখা হয়েছে বয়লারের আগুন মিশ্রিত ছাই। এসব ছাইয়ের আগুনে পড়ে দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকেই। রাস্তার পাশের বয়লারের উড়ন্ত ছাই চোখে পড়ে অন্ধত্ব বরণ করতে হচ্ছে অনেককেই। এর পরেও তাদের বিরুদ্ধে প্রশাসন বা পরিবেশ অধিদফতর আইনী কোন পদক্ষেপ গ্রহণ করছে না। রাস্তার পাশে রাখা জনৈক জিল্লুর রহমানের তানজিদা চালকলের বয়লারের আগুনে ছাইয়ে পা পিছলে পড়ে শরীরের ৬০ শতাংশ পুড়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নওগাঁর মহাদেবপুরের সাংবাদিক গৌতম কুমার মহন্তের কন্যা গৌরী মহন্ত (২২)। মঙ্গলবার সকালে মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকায় এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। জানা গেছে, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক চাঁদনীবাজার পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি সাংবাদিক গৌতম কুমার মহন্তের কন্যা গৌরী রানী মহন্তের বিয়ে হয় পার্শ্ববর্তী বদলগাছী উপজেলা সদরের বাসিন্দা সন্তোষ কুমার মহন্তের সঙ্গে। বছর খানেক থেকে গৌতম মহন্ত অসুস্থ থাকায় জামাই ও মেয়েকে তার নিজ বাড়ি মহাদেবপুরের কুঞ্জবনে এনে রাখেন তার ব্যবসা-প্রতিষ্ঠান দেখাশোনার জন্য। সকালে গৌরী মহন্ত ও তার ছেলে গৌরব মহন্ত কুঞ্জবনের বাড়ি থেকে মহাদেবপুর বাজারে যান। সকাল ৯টার দিকে বাজার শেষে বাড়ি ফেরার সময় গ্রামের রাস্তায় একটি ট্রাক্টর (ট্রলি) দ্রুতগতিতে আসা দেখে গৌরী রাস্তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় পা পিছলে পড়ে যান রাস্তার নিচে ওই বয়লারের ছাইয়ের ওপর। ঘটনাটি স্থানীয়রা দেখেতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাস্তার নিচে বয়লারের ফেলে রাখা আগুনের ছাইয়ে পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
×