ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশিত: ০৬:২২, ২২ মার্চ ২০১৮

শাবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সাইদ আকন্দ ও সাজেদুল ইসমল সবুজকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হলো। কেন্দ্র ছাত্রলীগের সদস্য পদ ছাড়াও আবু সাইদ আকন্দ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাজেদুল ইসলাম সবুজ যুগ্ম-সাধারণ সম্পাদক। বহিষ্কৃত অন্যরা হলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মন, সদস্য মুনকির কাজী, কাজী তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, কর্মী মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ এবং শরিফুল মালেক শরিফ। এরা সকলেই সাইদ-সবুজের অনুসারী। গত মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী সাতকরা রেস্তরাঁয় শাখা ছাত্রলীগের সাইদ-সবুজ ও তরিকুল ইমলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এস এম আব্দুল্লাহ রনি নামের এক সাধারণ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওই সংঘর্ষের সময় পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয় জানিয়ে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কে বা কারা গুলি ছুড়েছে সেটা আমরা নিশ্চিত নই।
×