ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার জেরা ১৮ এপ্রিল

প্রকাশিত: ০৬:২১, ২২ মার্চ ২০১৮

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার জেরা ১৮ এপ্রিল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ মার্চ ॥ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বাদী জেরা বুধবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানার উপস্থিতিতে বেলা সোয়া ১১টার দিকে বাদীর আংশিক জেরা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এজলাসে আসেন। এরপর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ও বাদীর জেরা শুরু হয়। এদিন আদালতে মামলার বাদী ও নিহতের স্ত্রী নাহার আহমেদের জেরা অনুষ্ঠিত হয়। এছাড়া বাকি আরও দুই সাক্ষী নিহতের ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা আদালতে দাখিল করা হয়। পরে আদালত বাদীর আংশিক জেরা গ্রহণের পর আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী দিন ধার্য করেন। কারাগার থেকে এ মামলার প্রধান আসামি এমপি রানাসহ টাঙ্গাইল কারাগারে থাকা আরও তিন আসামি মোহাম্মদ আলী, আনিছুর রহমান রাজা ও সমিরকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আসামি নাসির উদ্দিন নুরু, মাসুদুর রহমান মাসুদ ও ফরিদ আহম্মেদ আদালতে হাজিরা দেন। চারবার পেছানোর পর গত ১১ ফেব্রুয়ারি থেকে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়েছে।
×