ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অপহৃত দুই নেত্রীর মুক্তির দাবিতে অবরোধ

প্রকাশিত: ০৬:২১, ২২ মার্চ ২০১৮

অপহৃত দুই নেত্রীর মুক্তির দাবিতে অবরোধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ প্রতিপক্ষ সন্ত্রাসী কর্তৃক অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমার মুক্তি দাবীতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল থেকে অবরোধের সমর্থনে রাস্তায় টায়ার জ¦ালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করছে ইউপিডিএফ’র নেতাকর্মীরা। অবরোধের কারণে সকালে পুলিশ প্রহরায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো শহরে প্রবেশ করলেও জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, অবরোধের কারণে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে অবরোধের কারণে জেলায় আটকে থাকা পর্যটকদের সেনা প্রহরায় বিভিন্ন স্থানে পৌঁছানো হয়েছে। গত রবিবার রাঙ্গামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে দুই নারী নেত্রী হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনার প্রতিবাদে প্রসীত খীসা’র নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ অবরোধ কর্মসূচী ঘোষণা করে। ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ দুই নারী নেত্রীকে অপহরণের ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতৃত্বকে দায়ী করলেও ইউপিডিএফ-গণতান্ত্রিকের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও সদস্য সচিব জলেয়া চাকমা তরু এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রসীতের ইউপিডিএফ’র অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।
×