ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবেশ রক্ষায়...

প্রকাশিত: ০৬:০৬, ২২ মার্চ ২০১৮

পরিবেশ রক্ষায়...

পরিবেশবাদী সংগঠন পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব এ্যানিম্যালের (পিইটিএ) তিন সদস্য মঙ্গলবার ভারতের রাজধানী নয়া দিল্লীতে পরিবেশ রক্ষায় আয়োজিত এক বিক্ষোভে বাঘ, জেব্রা ও জিরাফের সাজে ছবি তোলার জন্য পোজ দেন। এসময় পিইটিএ’র কর্মীরা পরিবেশ রক্ষায় পশু-পাখির মাংস ও তাদের চামড়া বা হাড় দিয়ে তৈরি পণ্য পরিহার করতে জনগণের প্রতি আহ্বান জানান। -এএফপি তুষারের মধ্যে হাঁটা বসন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জার্মানিতে শুরু হয়েছে তুষারপাত। রাজধানী বার্লিনের একটি পার্কে তুষারপাতের মধ্যেই মঙ্গলবার এই নারীকে ছাতা মাথায় হাঁটতে দেখা যায়। তুষারপাতের ফলে সেখানকার জনগণের স্বাভাবিক কাজকর্ম বেশ ব্যাহত হচ্ছে। গাড়িগুলো আটকে যাচ্ছে তুষারে। তবে শিশুরা তুষার নিয়ে খেলায় মেতে উঠেছে। কেউ কেউ আবার তুষারমানব বানাতে ব্যস্ত। -জার্মানি আউট
×