ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাসেবা সেল উদ্বোধন

প্রকাশিত: ০৬:০৫, ২২ মার্চ ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাসেবা সেল উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের নিচতলায় মঙ্গলবার বেলা ১১টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাসেবা সেলের উদ্বোধন করা হয়েছে। চিকিৎসাসেবা সেলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ও ২১ আগস্ট বাংলাদেশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ এ কে এম সালেক, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডাঃ মোঃ ছয়েফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, ২১ আগস্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন নাজমুল প্রমুখ। -বিজ্ঞপ্তি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন স্টাফ রিপোর্টার ॥ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১০ মেয়াদের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। মোট ৬ হাজার ১৫২ জনের মধ্যে প্রথম দিনে ২হাজার ৬শ’ ৯ জন ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হবে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ৪৫টি বুথে ভোট গ্রহণ চলছে।
×